শামুকের লালারস ব্যবহারে মুখে পড়বে না বয়সের ছাপ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৫:০২ পিএম

শামুকের লালারস ব্যবহারে মুখে পড়বে না বয়সের ছাপ

মুখে বয়সের ছাপ কমানো যাবে শামুকের লালা দিয়ে। ফরাসি এক  বিজ্ঞানী এমনটাই দাবি করছেন। প্রায় ৬০ হাজার শামুকের পালন করেন তিনি। এক একটি পাত্রের মধ্যেই রাখেন প্রায় ৪০টি শামুক। এদের সুরসুরি দিলে যেই লালা নিঃসরণ হয়, তাই দিয়েই তৈরি করেন বয়স ধরে রাখার এক অদ্ভুত সাবান।  

ফরাসি এই গবেষকের নাম ডেমিয়েন ডেসরোশার। তিনি বলছেন, শামুকের লালা রসে কিছু উপাদান আছে যা মানুষের মুখের বয়সের ছাপ পড়তে দেয়না। শুধু তাই না মুখে কোন ক্ষত চিহ্ন থাকলে তাও ভরাট হয়ে যায়। 

একটু লক্ষ্য করলেই চোখে পড়বে কোরিয়ান বেশির ভাগ প্রসাধনী পণ্যেও শামুকের এই লালা রস ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কি আছে এই শামুকে যার এত শক্তি? বিজ্ঞানীদের মতে, এর মধ্যে কোলাজেন ও ইলাস্টিন এই দুই প্রধাণ উপাদানের উপস্থিতি মানুষের মুখের বয়সের ছাপ পড়তে দেয়না। এ ছাড়াও শামুকের ওপরে যে খোল বা আস্তরন আমরা দেখতে পাই। তা ভেঙে গেলে, এই লালারস সহজেই কোষ মেরামত করতে পারে। 

অন্যদিকে ২৮ বছর বয়সী ফরাসী এই বিজ্ঞানীর বক্তব্য, তার তৈরি সাবান ও মানুষের ত্বকের একই ধরনের উপকারিতা দিতে পারে। তবে ডেমিয়েন নিশ্চিত করে এটাও জানিয়েছেন যে, লালারস সংগ্রহ করার সময়ে শামুক কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয় না। স্বাভাবিক প্রক্রিয়াতেই শামুক এটি ত্যাগ করে।

Link copied!