‘সবার জীবনে প্রেম আসে/ তাইতো সবাই ভালোবাসে,/প্রথম যারে লাগে ভালো,/যায় না ভোলা কভু তারে...’
শিল্পীর গাওয়া এই গানের লাইনে প্রেমের বহিঃপ্রকাশ হয়েছে।
আপনি যখন প্রেমে পড়বেন, তখন আপনি এমনই দুর্বল হয়ে উঠবেন যে যাকে ভালোবেসেছেন, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন, তাকে ছাড়া আর কিছুই যেন আপনার জগতে নেই। আপনার নাওয়া-খাওয়া সব যেন সেই মানুষটি ভুলিয়ে রাখে। যদি তা হয় প্রথম প্রেম, তাহলে তো কথাই নেই। প্রথম প্রেমের অনুভূতি অনন্য। কিশোর বয়স যখন সবে শুরু হয়, তখন এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। কিশোর-কিশোরী একে অপরের প্রেমে হাবুডুবু খেতে খেতে জীবনে ঘর বাঁধার স্বপ্ন দেখতে থাকেন। কিন্তু কীভাবে বলা যায় ভালোবাসার কথা? হুট করেই তো আর বলা যায় না- ভালোবাসি। দীর্ঘ দিনের প্রেমে অভিজ্ঞরা বলেছেন, হুট করে কাউকে প্রস্তাব দিতে গেলে আকর্ষণ বিকর্ষণে পরিণত হয়ে যায়। তখন প্রেম আর থাকে না। উল্টো ভালো লাগার মানুষটির মনে ঘৃণা জমতে থাকে আপনার প্রতি। তাহলে কীভাবে বলা যায় অব্যক্ত প্রেমের কথা? চলুন জেনে নেওয়া যাক-
সিগমুন্ড ফ্রয়েড বলেছেন, সমবয়সী দুজন তরুণ-তরুণীর পছন্দ-অপছন্দের মিল অনেক সময় ভালোবাসার দিকে ধাবিত করে। এক্ষেত্রে আপনি যাকে ভালোবাসেন, তার সম্পর্কে বিভিন্নভাবে তথ্য আনুন। ভালো লাগার মানুষটি কোথায় থাকেন, কার সঙ্গে মেশেন- এসব জানাটা খুব জরুরি।
প্রিয় মানুষের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করুন। তার কাছে যান। সম্ভব হলে পাশে বসুন। তাকে গল্প শোনান। তার কথাগুলো শুনুন। ধীরে ধীরে তার বন্ধু হয়ে উঠুন। আত্মবিশ্বাসের সঙ্গে তার সঙ্গে মিশুন। মনে রাখবেন, এই অবস্থায় কখনোই প্রেমের প্রস্তাব দিয়ে বসবেন না। বরং তার আস্থা অর্জন করতে থাকুন। এভাবে তার খুব কাছের মানুষে পরিণত হয়ে উঠবেন আপনি।
প্রেমের পূর্বশর্ত হলো- নিজের ব্যক্তিত্বকে নির্মাণ করা। ঘরোয়া কিংবা বহির্গত, যেকোনো কাজে সহযোগিতার মধ্য দিয়ে তাকে বোঝাতে চেষ্টা করুন- আপনি তার জন্য নিরাপদ। তার জীবনে আপনি এসেছেন কোনো স্বার্থ নিয়ে নয়, এসেছেন শুধু মনের মিল খুঁজতে আর মনের মতো করে কথা বলতে ও শুনতে। কথাবার্তা, আচার-আচরণ দিয়ে ভালো লাগার মানুষটিকে মুগ্ধ করে তুলুন। এবারেই জাদু ক্রিয়া শুরু করবে। অর্থাৎ এবার আপনার প্রিয় মানুষটি আপনার আশেপাশেই সারাক্ষণ ঘুরঘুর করতে শুরু করবে। এ অবস্থায় তার সঙ্গে একটু দূরত্ব নিয়ে আসুন। তার সঙ্গে কথা বলা কিংবা মনোযোগ কমিয়ে দিন। দেখবেন, আপনার প্রিয় মানুষটি নিজেই আপনার কাছে চলে আসছেন।
ধীরে ধীরে আপনাদের প্রণয় ভালোবাসায় রূপান্তর হয়েছে, তখনই শুধু বলে ফেলুন- ভালোবাসি। ভালোবাসি।