বেইলি রোডে আগুন

পরিচয় মিলেছে ৪০ জনের, লাশ হস্তান্তর ৩৫ জনের

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২৪, ১২:১৫ পিএম

পরিচয় মিলেছে ৪০ জনের, লাশ হস্তান্তর ৩৫ জনের

ছবি: সংগ্রহীত

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৪০ জনের পরিচয় পাওয়া গেছে। ৩৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাশ বহনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনজনের পরিবার এই অর্থ নিয়েছে। বাকিরা সকলে সচ্ছল হওয়ায় এ অর্থ নেননি।

গতকাল (বৃহস্পতিবার) রাতে ভবনটিতে আগুন লাগে। আগুনে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

আগুনে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয় সকাল ছয়টার দিকে। লাশ হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত রয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

জানা যায়, বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটি সাত তলা বিশিষ্ট। যার নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটাই বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। নিচতলায় একাধিক কাপড়ের দোকান ও বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের যন্ত্রাংশ বিক্রি হয়। দ্বিতীয় তলা থেকে শুরু করে ওপরের দিকে কাচ্চি ভাই,  ক্যাফে ফেমাস সহ বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিলো। ধারণা করা হচ্ছে, নিচতলা থেকেই আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন: চিকিৎসাধীন রোগীদের কেউ শঙ্কামুক্ত না - স্বাস্থমন্ত্রী

ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। নিচতলায় লাগা আগুন দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনে আটকে পড়ে অনেক মানুষ। আতঙ্কিত লোকজন ওপরের দিকে উঠে যায়। ভবনে থাকা বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর কর্মী এবং সেখানে যাওয়া ব্যক্তিরা আগুনের মুখে আটকা পড়ে।

ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় রাত ১১টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে। পরবর্তীতে উদ্ধারকৃত মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন:মরদেহ পেতে হাসপাতালে স্বজনদের ভিড় 

Link copied!