৯ বছর আগে সন্তান হারানো আরেক মা বিচার চান ইউনাইটেড হাসপাতালের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৪, ০১:৪২ পিএম

৯ বছর আগে সন্তান হারানো আরেক মা  বিচার চান ইউনাইটেড হাসপাতালের

সন্তান হারানো সেই মা। ছবি: সংগৃহীত

ইউনাইটেড হাসপাতালে ভুল চিকিৎসায় মারা যাওয়া আরেক শিশুর মা বিচার চাইতে এসেছেন হাইকোর্টে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আয়ানের রিটের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুমের সঙ্গে আদালতে আসেন তিনি।

চ্যানেল টোয়েন্টিফোর অনলাইন মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্তান হারা সেই মা বলেন, ২০১৫ সালে লেবার পেইন নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলে প্রথমে তারা সিজারে ডেলিভারি করার জন্যে চাপ দিতে থাকে। পরবর্তীতে প্রসবের পরে বাচ্চাকে এনআইসিইউতে নিয়ে যায় তারা। অভিভাবকরা জানতে চাইলেও তখন বিলের বিষয় ছাড়া কোন কথা বলেননি তারা। 

তিনি আরও জানান, ‘আমরা একজন আইনজীবীর এবং শিশু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করলে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চান। তখন তারা জানান, এটা তাদের হাসপাতালের নিয়ম। পুরো দেড় মাস আমার বাচ্চাকে তারা এনআইসিইউতে রেখে মৃত শিশুকে আমাদের কাছে ফেরত দেন। অথচ জন্মের সময় আমার বাচ্চা সুস্থ ছিলো। মৃত শিশুর সঙ্গে হাসপাতালের বিল প্রায় ২০ লক্ষ টাকা আমাদের কাছে দিয়ে যান। 

তিনি বলেন, আমি সে সময় বিচার চাইতে পারিনি, তাই এখন এসেছি আদালতে।

Link copied!