প্রথম চার ঘণ্টায় বেশি ভোট পড়েছে বরিশালে, সবচেয়ে কম রংপুরে

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৪, ০২:২৬ পিএম

প্রথম চার ঘণ্টায় বেশি ভোট পড়েছে বরিশালে, সবচেয়ে কম রংপুরে

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সারা দেশে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে। সেই সঙ্গে এখন পর্যন্ত  শান্তিপূর্ণ ভোট হচ্ছে। প্রথম চার ঘণ্টায় সবচেয়ে বেশি ভোট পড়েছে বরিশালে এবং সবচেয়ে কম ভোট পড়েছে রংপুরে। 

রবিবার ইসির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। এ সময় কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত  ছিলেন।

ইসি সচিব জানান, সারাদেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে তিনটির ভোট গ্রহণ বাতিল করা হয়। এগুলোর মধ্যে একটি নরসিংদীর এবং বাকি দুটি নারায়ণগঞ্জের আড়াই হাজারের। 

ইসি সচিব আরও জানান, চার ঘণ্টায় বিভাগীয় পর্যায়ে সব থেকে বেশি ভোট পড়েছে বরিশাল বিভাগে ২২ শতাংশ এবং কম পড়েছে রংপুর বিভাগে ১৩ শতাংশ। এছাড়া ঢাকা বিভাগে ভোট পড়েছে ১৭ শতাংশ, চট্টগ্রামে ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ, খুলনায় ২১ শতাংশ, রাজশাহীতে ১৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ২০ শতাংশ ভোট পড়েছে। 

মুন্সীগঞ্জে নৌকার সমর্থক হত্যার বিষয়ে ইসি সচিব বলেন, মুন্সীগঞ্জে যে হত্যার ঘটনা ঘটেছে সেটি ভোট কেন্দ্রের বাইরে। সেখানকার পুলিশ সুপার আমাকে জানিয়েছেন যিনি নিহত হয়েছেন তিনি একটি মার্ডার কেসের আসামি। দীর্ঘদিন বাইরে ছিলেন। এলাকায় আসলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নির্বাচন শুরুর আগেই নির্বাচনী অ্যাপের ক্রাশ হওয়ার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ৮ বছর মেয়াদে নির্বাচনী অ্যাপ তৈরির কাজ চলছে। মোট ব্যয় ২১ কোটি টাকা হলেও প্রথম বছরে এখন পর্যন্ত ৮ কোটি টাকা খরচ হয়েছে। তবে জার্মানি, ইউকে এবং নেদারল্যান্ড থেকে আমাদের অ্যাপসটি স্লো করে দেওয়া হয়েছে। ফলে তথ্য পেতে সমস্যা হচ্ছে।

Link copied!