ভোট বর্জনের আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২০, ২০২৩, ০২:০২ পিএম

ভোট বর্জনের আহ্বান বিএনপির

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারি সারাদিন ভোট বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দলটি সরকারকে সবক্ষেত্রে ‘অসহযোগিতা’ করার জন্য জনগণকে অনুরোধ করেছে।

বুধবার (২০ ডিসেম্বর)  দুপুর সাড়ে ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ এক ভিডিও বার্তায় দলের বক্তব্য তুলে ধরেন। এরপর বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষে আজ রিজভী দলের অসহযোগ আন্দোলনের কর্মসূচি জানান।

৭ জানুয়ারির নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী। এই আহ্বানের পেছনে যুক্তি দিয়ে রিজভী বলেন, ‘নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না। ভোটকেন্দ্রে যাবেন না। নির্বাচনে কারা এমপি হবেন সেই তালিকা তৈরি হয়ে গেছে।’

এ ছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সব প্রকার কর, খাজনা, পানি, গ্যাস বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।

Link copied!