বাসে আগুন

বিএনপি নেতা শাহজাহান ওমর ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৫, ২০২৩, ০৬:৪০ পিএম

বিএনপি নেতা শাহজাহান ওমর ৪ দিনের রিমান্ডে

শাহজাহান ওমর

গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শাহজাহানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের পুলিশ পরিদর্শক সাইরুল ইসলাম তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট রশিদুল আলম এ আদেশ দেন।

জানা গেছে, নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় ৪ নভেম্বর সন্ধ্যায় যাত্রী ছাউনির সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলাটি করেন। এ মামলায় ওইদিন রাতেই রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর গুলশানে একটি হোটেলে বিএনপি আয়োজিত এক সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ‘ভগবান’ বলে দাবি করে তার কাছে নিজেদের রক্ষার আবেদন জানিয়ে আলোচনায় আসেন শাহজাহান ওমর।

তিনি বলেছিলেন, পিটার হাসকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের জন্য অবতার হয়ে এসেছেন। তার তো আমাদের আরও সাহস দেওয়া দরকার, বাবারে তুই আমাদের বাঁচা, রক্ষা কর। তার বলতে হবে- আমি আছি তোমাদের সঙ্গে, তোমরাও ডেমোক্রেটিক কান্ট্রি আমরাও ডেমোক্রেটিক কান্ট্রি। পিটার হাস- বাবা ভগবান আসালামু আলাইকুম।

গোয়েন্দা সূত্র জানায়, শাহজাহান ওমরের এমন বক্তব্যের পরই গোয়েন্দারা তার গতিবিধি নজরদারিতে রেখেছিলেন। তার ওই বক্তব্য দেশকে অস্থিতিশীল করা ও সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে কি না-তাও খতিয়ে দেখা হচ্ছিল।

Link copied!