ভয়াবহ ভূমিকম্পে পরিত্যক্ত হতে পারে পুরান ঢাকা: ফায়ার সার্ভিসের পরিচালক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৪, ২০২৩, ১২:৩৯ এএম

ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় পর দুর্যোগে উদ্ধার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাজুল ইসলাম। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আসছে বড় ধরনের দুর্যোগ, ভয়াবহ ভূমিকম্পে পরিত্যক্ত হতে পারে রাজধানীর পুরান ঢাকা, এমন শঙ্কার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এক মহড়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় পর দুর্যোগে উদ্ধার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রস্তুতি বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, আমরা ঘন ঘন ভূমিকম্পের আলামত পাচ্ছি এর জন্য দুটি টেকটনিক প্লেট বাংলাদেশ মেঘালয় ডাউকি লাইনে পড়েছে। 

বর্তমান অবস্থাকে ভয়াবহ উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দশ-বারো বছরের মধ্যে যেকোনো সময় বড় ভূমিকম্প হবে। বড় ধরনের ভূমিকম্প হলে, ‘পুরান ঢাকার চিত্র সবচেয়ে ভয়াবহ। কোন রেসকিউ অপারেশন চালানো যাবে না সেখানে উদ্ধার কাজ বন্ধ রেখে পরিত্যক্ত ঘোষণা করতে হবে।’

রানা প্লাজার ঘটনা উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, এক রানা প্লাজা সামান্য ১১ তলা ভবন তাতেই আমাদের উদ্ধার কাজে কত সময় লেগেছে! আর এমন ২০-২৫ তলা ভবন অসংখ্য রয়েছে আমাদের এই শহরে। আমরা শুধু এই ভয়াবহতা কমাতে পারি এটি রোধ করা সম্ভব নয়।

ফায়ার সার্ভিস এর সমীক্ষা বলছে, ৯ মাত্রায় ভূমিকম্প হলে, ১ লাখের উপর বিল্ডিং ধসে পড়বে এমনকি ফায়ার সার্ভিসের বেশ কিছু ভবন ও ধসে পড়বে বড় বড় ভবনও ধসে পড়বে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান বলেন, বড় ধরনের দুর্যোগ মোকাবেলা করতে উদ্ধার সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে তবে আমাদের আরও প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে হবে কারণ ভূমিকম্পের কোন পূর্ব কোনো প্রস্তুতি নেই।

Link copied!