নিউমার্কেটে জলাবদ্ধতার যেসব কারণ জানাল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

মে ২৭, ২০২৪, ০৯:৪২ পিএম

নিউমার্কেটে জলাবদ্ধতার যেসব কারণ জানাল ডিএনসিসি

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাবে উপকূলীয় অঞ্চলের সঙ্গে সঙ্গে রাজধানীতেও হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। নিউমার্কেটসহ বেশ কয়েকটি এলাকায় এরই মধ্যে দেখা দিয়েছে জলাবদ্ধতা।

এদিকে নিউমার্কেট এলাকার জলাবদ্ধতার কারণ হিসেবে ঢাকা উত্তর সিটি বেশ কিছু তথ্য দিয়েছে।

ডিএনসিসি জানায়, নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা নিরসনে গত বছরে ১০ জুলাই বিজিবি, রাজউক, ঢাকা উত্তর সিটি, ওয়াসাসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই অনুসারে কয়েকটি কার্যক্রম গৃহীত হয়। সেগুলো হলো-

ছবি: সংগৃহীত

১. ঢাকা দক্ষিণ সিটি ও বিজিবির সঙ্গে যৌথ সমন্বয়ে বিজিবি এলাকার অভ্যন্তরে পরিদর্শন করা হয়। সেই আলোকে বিজিবি অভ্যন্তরে ও নিউমার্কেটের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রাক্কলন প্রস্তুত করে অনুমোদন নেওয়া হয়েছে। সেখানে নতুন নর্দমা সংযোগ প্রতিষ্ঠায় দরপত্র কার্যক্রম এখন চলমান। এছাড়া নায়েম রোডের জলাবদ্ধতা নিরসনে প্রাক্কলন প্রস্তুতির জন্য মাঠ-পর্যায়ে অঞ্চলের প্রকৌশল বিভাগ কর্তৃক জরিপ কাজ চলছে।

২. একই সঙ্গে নিউ মার্কেট ও গ্রিন রোড এলাকাসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বেশ কয়েকবার গণমাধ্যমে কথা বলেছেন। গত ১৯ মে দায়িত্বভার গ্রহণের ৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র বলেন, “সরকারের অন্যান্য সংস্থার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলমান থাকায়, কমলাপুর ও গ্রিন রোড এলাকা, পুরান ঢাকা এবং শহরের গুটিকয়েক এলাকা ছাড়া অন্য কোথাও জলাবদ্ধতা হয় না। যেসব এলাকায় জলাবদ্ধতা হয়, সেসব এলাকায় জলাবদ্ধতা নিরসনে আমরা উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, অচিরেই সেসব স্থানেও জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।”

Link copied!