উন্নয়নে সহযোগিতাকারীদের সঙ্গে চলার অভিপ্রায় প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২৪, ০১:৩১ পিএম

উন্নয়নে সহযোগিতাকারীদের সঙ্গে চলার অভিপ্রায় প্রধানমন্ত্রীর

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

যারা উন্নয়নে সহযোগিতা করবে তাদের নিয়েই চলার অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার (২ জুন) গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

তৃণমূল পর্যায়ের মানুষ ক্ষমতাসীন হবে- এমনটা অনেকে মানতে পারে না বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দেশে একশ্রেণির লোক আছে যারা বেশ জ্ঞানী-গুণী, কিন্তু তারা শুধু নিজেদের আরাম-আয়েশের দিকে বেশি তাকায়। তৃণমূল পর্যায়ের মানুষ শক্তিশালী হবে, সিদ্ধান্ত নেবে, ক্ষমতাসীন হবে- এটা তারা মানতে পারে না, পছন্দ করে না।”

তিনি আরও বলেন, “তারা সবসময় এটা অর্জনের পথে প্রতিবন্ধকতা তৈরি করে। আর তাদের সঙ্গে ইন্ধন জোগায় স্বাধীনতাবিরোধী দেশগুলো, যারা সেভেন ফ্লিট পাঠিয়েছিল। তাদের কাছে বাংলাদেশের বিজয় গ্রহণযোগ্য ছিল না।”

শেখ হাসিনা বলেন, “অনেকেই স্যাটেলাইটের সমালোচনা করছেন। তারা আসলে কিছু ভালো না-লাগা গ্রুপ। আবার কিছু তৈরি হয়ে গেলে খুব মজা করে তারা ব্যবহার করেন।”

মেট্রোরেল নিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, “আমাদের দেশে কিছু মানুষ আছে, যাদের সবকিছুতে কিছু ভালো লাগে না। যেটাই করব বলে এটা কী দরকার ছিল। মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে এর কী দরকার, খামোখা পয়সা নষ্ট। আবার মজা করে ব্যবহার করে।”

Link copied!