কে-পপ শোনার অপরাধে যুবকের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৯, ২০২৪, ০৫:৩০ পিএম

কে-পপ শোনার অপরাধে যুবকের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়েই কে-পপ গানের জনপ্রিয়তা বাড়ছে। এবার কে-পপ গান শোনার অপরাধে প্রাণ গেল এক যুবকের। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার শত্রুতার বলি হতে হল ২২ বছর বয়সী এক যুবককে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, ২০২২ সালে কে-পপ গান শোনা এবং দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র দেখার অপরাধে এক যুবককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তথ্যটি ৬৪৯ জন উত্তর কোরিয়া ত্যাগ করা ব্যক্তির সাক্ষ্য থেকে নেওয়া হয়েছে। এ ছাড়া হোয়াংহাই প্রদেশের সেই যুবকের বিরুদ্ধে ৭০টি কে-পপ গান শোনা এবং ৩টি দক্ষিণ কোরিয়ান সিনেমা দেখার অভিযোগ রয়েছে।

উত্তর কোরিয়ায় বিনোদনের পেছনে অতিরিক্ত খরচ করা নিষিদ্ধ। যারা এই নিয়ম লঙ্ঘন করে, তাদের কঠিন শাস্তি দেওয়া হয়। উত্তর কোরিয়ার বাসিন্দাদেরকে পশ্চিমী সংস্কৃতি থেকে দূরে রাখার জন্যই এই আইন করা হয়েছে। উত্তর কোরিয়ার সরকার মনে করেন কে-পপ গান শুনলেও জনগণের ওপরে নেতিবাচক প্রভাব পড়বে।

Link copied!