দেশে রোজার প্রথম তারবি নামায অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১১, ২০২৪, ১১:৫৯ পিএম

দেশে রোজার প্রথম তারবি নামায অনুষ্ঠিত

ইসলাম ধর্মাবলম্বীরা কাতারবদ্ধ হয়ে নামায পড়ছেন। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রোজার মাসের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রথম তারাবির নামাজে মসজিদ প্রাঙ্গণ ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।

সোমবার (১১মার্চ) রাতে এশার নামাজের পর সারা দেশের মসজিদগুলোতে তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা।

মঙ্গলবার ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখার মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এদিন, চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান জানান, ১৪৪৫ হিজরি সনের রমজানের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। ৬ এপ্রিল শনিবার হবে লায়লাতুল কদর।

আরবি ক্যালেন্ডারের পবিত্র রমজান মাসে খতম তারাবি পড়ার সময় সারাদেশে সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

দেশের সব মসজিদে খতম তারাবিহ নামাজে প্রথম ছয় দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবেকদরে কোরআন খতমের নির্দেশনা দেয়া হয়। দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্টদের প্রতি বিষয়টি খেয়াল রাখার অনুরোধ করা হয় ধর্ম মন্ত্রণালয়ে থেকে।

মুসলমানরা চান্দ্র মাসের পঞ্জিকা অনুসরণ করেন, যেখানে ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিনে বছর হিসাব করা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী পঞ্জিকার দশম মাস রমজানের শুরু হয়।

Link copied!