পাখির চোখে নিরাপত্তা দেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৭, ২০২৩, ১১:৪১ পিএম

পাখির চোখে নিরাপত্তা দেবে পুলিশ

ছবি: সংগৃহীত

২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের সমাবেশ। ডিএমপি থেকে বিএনপি আওয়ামী লীগ অনুমতি পেলেও, জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে মেলেনি অনুমতি।

তবে অনুমতি ছাড়াই রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করবে জামায়াত। অনুমতিবিহীন সমাবেশ করায় যে কোন হানাহানি কিংবা বিশৃঙ্খলা রুখতে বেশ কঠোর নিরাপত্তা জারি করেছে বাংলাদেশ পুলিশ।

এই প্রথমবারের মতে সার্বক্ষণিক ড্রোন ব্যবস্থার মাধ্যমে সমাবেশ অঞ্চলের পুরোটা পর্যবেক্ষণে রাখবে পুলিশ। সেই সাথে সিসি ক্যামেরার মাধ্যমেও আরেকটি দল সমাবেশ ও আশেপাশের স্থলে পর্যবেক্ষণ করবে। এদিকে পর্যাপ্ত পরিমান জলকামান মোতায়েন করা হবে। আর কোন বিশৃঙ্খলা রুখতে এবার সাউন্ড গ্ৰেনেড ব্যবহার করতে পারে পুলিশ। 

এছাড়া সশস্ত্র অবস্থায় টহল এবং শান্তিপূর্ণ সমাবেশ করার স্বার্থে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। ২৬ অক্টোবর থেকে রাজধানীর প্রধান প্রবেশ মুখগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। র‌্যাব এবং পুলিশের যৌথ কড়াকড়িতে চলছে তল্লাশি। 

তবে শুক্রবার রাত ৮টা থেকে আরও বেশি কড়াকড়ি করা হবে এই চেকপোস্টে। তাছাড়া ২৮ অক্টোবর ভোরে সদরঘাট ও কমলাপুরে স্টেশনগুলোতে পুলিশের বাড়তি চেকপোস্টের ব্যবস্থাও করা হবে।

ইতিমধ্যে সমাবেশকে সামনে রেখে ঢাকা ও ঢাকার বাইরের ১৫ জেলায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় বিএনপির ৪১৬ জন নেতাকর্মীকে গ্ৰেফতার করেছে পুলিশ। যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ ঢাকায় বিএনপির ১২৯জন এবং বাকি ১৮ জেলায় ২৮৭ জনকে গ্ৰেফতার করা হয়েছে। 

মহানগরের ৫১ থানা এলাকায় অভিযান চালিয়ে ১২৯ জন বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয় । 

এছাড়া নারায়ণগঞ্জে ১১ জন এবং গাজীপুরে টঙ্গীর কলেজ গেট থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকারের বাসা থেকে ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয় । 

ঢাকার প্রবেশপথ মিরপুরের গাবতলী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা কামাল সেতু, নারায়ণগঞ্জের সাইনবোর্ড, শ্যামপুরের পোস্তগোলা সেতু ও পুরান ঢাকার বাবুবাজারের সেতুতে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

Link copied!