যাত্রাবাড়ীতে দুজনের লাশ উদ্ধার, পুলিশের অনুমান ‘হিট স্ট্রোকে’ মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৪, ০২:৩৪ পিএম

যাত্রাবাড়ীতে দুজনের লাশ উদ্ধার, পুলিশের অনুমান ‘হিট স্ট্রোকে’ মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, হিট স্ট্রোক অথবা অন্য কোনো কারণে তাদের মৃত্যু হতে পারে। তাদের দুজনের ভবঘুরে ও মাদকাসক্তির পরিচয়ও নেহায়েৎ অমূলক অনুমান বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তাপস মণ্ডল ও উপপরিদর্শক (এসআই) মাহমুদা রহমান বিষয়টি নিশ্চিত করেন। গতকাল রোববার দিবাগত রাতে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তাপস মণ্ডল বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। যাত্রাবাড়ী দক্ষিণ শেখদি ৫ নম্বর রোড থেকে রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তি ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে হিটস্ট্রোক বা অন্য কোন অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

পৃথক আরেকটি লাশ উদ্ধারের বিষয়ে মাহমুদা রহমান বলেন, ‘রাতে যাত্রাবাড়ী জনপদ মোড়ের পশ্চিম খাজা হোটেলের সামনের ফুটপাত থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা আরেকজনের লাশ। ধারণা করছি, তিনিও ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে। তাদের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

Link copied!