নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র কোন দেশে গণতন্ত্র এনেছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৩, ২০২৩, ০৫:০০ এএম

নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র কোন দেশে গণতন্ত্র এনেছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির সমালোচনা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমি (মার্কিন কর্মকর্তা) তাদের প্রশ্ন করেছিলাম তোমরা নিষেধাজ্ঞা দিয়ে কোন দেশে গণতন্ত্র এনেছো? তোমরা নাইজেরিয়া, কম্বোডিয়া, হাঙ্গেরিতে নিষেধাজ্ঞা দিয়েছিলে। কোথাও কি তোমরা সফল হয়েছো? উত্তরে জানিয়েছে, কোথাও না। সুতরাং এগুলো অকাম।’

বৃহস্পতিবার (১২ অক্টোবর) তিনি তার দপ্তরে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র নতুন করে বাণিজ্যিকসহ কোনো ধরনের নিষেধাজ্ঞা দেবে কি না, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘নতুন নিষেধাজ্ঞার বিষয়ে আমি কিছু জানি না। দেবে কি না, সেটাও জানি না। তবে ওদের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে। এগুলো থেকে এটাও আমি বলতে পারি না যে দেবে না। এটা অপ্রাসঙ্গিক।’

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আমাদের সুন্দর আলোচনা হয়েছে। তারা মাঝপথে থেমে গেছে বলে যে সংবাদ বেরিয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। যে সাংবাদিক লিখেছেন আলোচনা মাঝপথে থেমে গিয়েছিল, তিনি মিথ্যাবাদী সাংবাদিক। তিনি আহাম্মক ছাড়া কিছুই নন।’

Link copied!