সরকারি চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, “আমাদের কোনও প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর- অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।”
বুধবার (৭ আগস্ট) বিকেল চারটা ২৭ মিনিটে ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নোবেল জয়ী অর্থনীতিবিদের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। এ ছাড়া ছাত্র ও দল মত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্যও অনুরোধ করেছেন তিনি।
ইউনূসের পক্ষ থেকে বলা হয়, “আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত।”
দেশ পুনর্গঠনে এগিয়ে আসার বার্তা দিয়ে আরও বলা হয়, “অকারণ সহিংসতা করে এই সুযোগ আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।”
আরও পড়ুন: ড. ইউনূস দেশে ফিরছেন আগামীকাল
নির্বাচনের একটি রোডম্যাপ করা দরকার: ইউনূস
ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনের একটি রোডম্যাপ করা দরকার বলে উল্লেখ করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “সরকারের প্রতি দ্রুত আস্থা ফিরিয়ে আনা জরুরি। নির্বাচনের একটি রোডম্যাপ করা দরকার।”
ইউনূস বলেন, “দেশ পুনর্গঠনে আমরা একসঙ্গে কীভাবে কাজ করতে পারি, সেই বিষয়ে সংশ্লিষ্ট সব দলের সঙ্গে কথা বলবো।”
শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘নতুন নেতৃত্বের জন্য প্রস্তুত হতে কাজ করা দরকার।’