আইসিইউতে শিশু সাহিত্যিক আলী ইমাম

নিজস্ব প্রতিবেদক

মে ২২, ২০২১, ০৯:৫২ পিএম

আইসিইউতে শিশু সাহিত্যিক আলী ইমাম

শরীরের নানা জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন শিশু সাহিত্যিক আলী ইমাম। বিষয়টি নিশ্চিত করেছেন আলী ইমামের সচিব তৌহিদুল ইসলাম।

শনিবার (২২ মে) গণমাধ্যমে তিনি বলেন, ‘মৃদু স্ট্রোকসহ শরীরের নানা জটিলতা নিয়ে বৃহস্পতিবার(২০ মে) তাকে রাজধানীর ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

আলী  ইমামের এই সচিব আরও বলেন, ‘তার (আলী ইমামের) শ্বাসযন্ত্রে সমস্যা, সঙ্গে নিউমোনিয়া ও নিম্ন রক্তচাপ রয়েছে। উনাকে আইসিইউতে রাখা হয়েছে। ৮ লিটার করে অক্সিজেন পাচ্ছেন। তবে ভেন্টিলেশন লাগছে না।’

চিকিৎসকদের উদ্ধৃত করে তিনি আরও জানান, উনার অভ্যন্তরীণ ‘বহু অঙ্গ অকার্যকার হওয়ার’ শঙ্কা রয়েছে।

বিশিষ্ট শিশুসাহিত্যিক, শিশু সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।

ছয় শতাধিক বইয়ের লেখক কর্মজীবনের শেষ প্রান্তে একাধিক স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের আগে তিনি বাংলাদেশ টেলিভিশন (২০০৪-২০০৬) ও অধুনালুপ্ত চ্যাানেল ওয়ান (২০০৭-২০০৮)-এর মহাব্যবস্থাপক ছিলেন।

শিশু সাহিত্যে অবদানের জন্য আলী ইমাম ২০০১ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া, শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার (২০১২) ছাড়াও অনেক পুরস্কার লাভ করেছেন।

Link copied!