আপত্তিকর ভিডিও ফাঁস: সেই কাউন্সিলরের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর মামলা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৪:০৫ এএম

আপত্তিকর ভিডিও ফাঁস: সেই কাউন্সিলরের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর মামলা

রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরে ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে মামলা করেছেন। তবে কাউন্সিলর দাবি করেছেন, ওটি একটি নাটকের রিহার্সেল ছিল।

শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদুল ইসলাম মামলার বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন নারীর একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পরে ভুক্তভোগী নারী থানায় এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।‘ এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া দুই মিনিট ছয় সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস আনুমানিক ২০ থেকে ২১ বছর বয়সী এক তরুণীকে জোরপূর্বক জাপটে ধরে আপত্তিকর আচরণ করছেন। ভিডিওতে দেখা যায়, জাপটে ধরার পর ওই তরুণী চিত্ত রঞ্জন দাসের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ছড়িয়ে পড়া ভিডিওটি গোপনে কেউ ধারণ করে ছড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এখন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও নগরভবনে আলোচনা চলছে বলে জানা গেছে।

এদিকে, শনিবার চিত্ত রঞ্জন দাস গণমাধ্যমে  বলেন, এটি কোনো আপত্তিকর ভিডিও নয়। আমার সঙ্গে নাটকের রিহার্সেল করার নামে ভিডিও ধারণ করে এটি পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাকে বিপদে ফেলতেই প্রতিপক্ষরা এটি করেছে বলে দাবি করেন চিত্তরঞ্জন দাস।

Link copied!