আবারও ডিবি অফিসে গেলেন ইউটিউবার হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

মে ২, ২০২৩, ১১:২৬ পিএম

আবারও ডিবি অফিসে গেলেন ইউটিউবার হিরো আলম

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আবারও ডিবি অফিসে গেছেন। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে হিরো আলম ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

হিরো আলমের ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমের ৯টি অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যান তিনি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, “আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আজ দুপুরে আসতে বলেছেন। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করবো।”

হিরো আলম জানান, ‘হিরো আলম’ নামে যে ফেসবুক পেজটি ছিল সেটি গত ১৭ এপ্রিল কে বা কারা হ্যাক করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় তার ব্যক্তিগত ‘আশরাফুল হোসেন আলম’ নামের আইডিও হ্যাক করা হয়েছে। সেখানে বিভিন্ন লেখাও পোস্ট করেছে হ্যাকাররা। 

প্রসঙ্গত, এর আগে আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন। ওইদিন বিকেলে ডিএমপির ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সাথে কথা বলেন তিনি।

পরে নিজের ফেসবুকে পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেন। ‘আজ আমি অনেক অসহায় হয়ে ডিবি অফিসে গিয়েছিলাম’—এ শিরোনামের ভিডিও বার্তায় হিরো আলম বলেন, ‘আমার মাত্র একটাই ইউটিউব চ্যানেল, একটাই ফেসবুক পেজ; সেটাকে স্ট্রাইক মেরে মেরে নষ্ট করার চেষ্টা করছে। আমার কিছু কনটেন্ট তারা নিজেদের নামে লাইসেন্স করে নিয়েছে। আমি এ বিচারটা কার কাছে দেব, বলুন? আমি তো ডিবি অফিসে যেতে চাইনি, কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাইনি, আমি তো কারও দরবারেও যাই না। কারও কাছে সহযোগিতার জন্যও যাই না। তাহলে আপনারা কেন আমাকে মানসিক টর্চারিংয়ে রাখেন সব সময়। আমি তো এ রকম জীবন চাইনি কোনো দিন। আমি তো আর দশটা ছেলের মতো চলাফেরা করতে চেয়েছি, মানুষের মধ্যে থাকতে চেয়েছি।’

Link copied!