আসছে ডিসেম্বরেই ঢাকা থেকে সরাসরি ট্রেন যাবে কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২৩, ০৯:০১ পিএম

আসছে ডিসেম্বরেই ঢাকা থেকে সরাসরি ট্রেন যাবে কক্সবাজার

কক্সবাজার ট্রেন স্টেশন: সংগৃহীত ছবি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে। অত্যাধুনিক এবং আইকনিক স্টেশন নির্মাণসহ চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আর পুরো প্রকল্পের ৮৭ ভাগ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

মফিজুর রহমান বলেন, “চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত রেললাইন আগে থেকেই বিদ্যমান ছিলো। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন করে ১০০ কিলোমিটার রেললাইন স্থাপনের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা অতিক্রম করে প্রকল্পের কাজ ইতিমধ্যে ৮৭ শতাংশ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে আগামি ডিসেম্বরের মধ্যেই ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাবে স্বপ্নের রেল।” তার আগে অক্টোবরে ট্রায়াল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। দোহাজারীতে ঝিনুকের আদলে রেলওয়ে স্টেশনসহ কক্সবাজার পর্যন্ত মোট ৯টি স্টেশন নির্মান করা হয়েছে। এছাড়া, সংরক্ষিত বন এলাকায় রেললাইন স্থাপনে বন্যহাতি ও বন্যপ্রাণি চলাচলের জন্য ওভারপাস নির্মাণ করা হয়েছে যা দক্ষিণ এশিয়ায় প্রথম। 

Link copied!