আসছে ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২৩, ১২:৫০ এএম

আসছে ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছর এবং আসছে ডিসেম্বরেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সদ্য শেষ হওয়া ছয়টি আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “কিছু অনিয়ম হলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।”

উপনির্বাচনে উপস্থিতির হার তুলনামূলক কম ছিল উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়তে পারে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, “অনেক জায়গায় মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়েছে। আশা করছি ২ থেকে ৪ ঘন্টা পর রিটানিং কর্মকর্তার দপ্তর থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।”

প্রসঙ্গত, বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। উপনির্বাচনে  ৬টি আসনে প্রার্থী ছিলেন ৪০ জন। আর মোট ভোটার ছিলেন ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন।

Link copied!