উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল

রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৪, ০৯:৫১ পিএম

রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের পরীক্ষা

রিয়াল মাদ্রিদের বেলিংহ্যামের ওপর অনেক কিছু নির্ভর করছে ছবি : এক্স

জার্মানিতে কঠিন পরীক্ষা দিতে চলেছে ইউরোপের দুই বড় ক্লাব রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে (প্রথম লেগ) মুখোমুখি হচ্ছে তারা। মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় জশুয়া কিমিখ ও জুড বেলিংহ্যামদের সুবিধাজনক অবস্থানে থাকার লড়াই। কারণ, পরের লেগটি রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যুতে।

রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হারিয়ে উঠেছে। গোলকিপার লুনিন অবিশ্বাস্য গোল কিপিং করেন। এবার ১৪ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী মাদ্রিদের লক্ষ্য ফাইনালে যাওয়া। রড্রিগো ও ভিনিসিয়াসে তারা সে স্বপ্ন দেখছে। 

এদিকে জশুয়া কিমিখের পাশাপাশি বায়ার্নের হ্যারি কেন বড় হুমকি রিয়াল মাদ্রিদের জন্য। চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন তিনি। 

বাংলাদেশ সময় রাত ১টায় খেলাটি রয়েছে। সনি টেন ও অ্যাপে খেলাটি উপভোগ করতে পারবেন ফুটবল রোমান্টিকরা।  

 

Link copied!