নারী লিগে নাসরিক স্পোর্টস একাডেমি ১৯-০ গোলে হারাল জামালপুর কাচারিপাড়া একাদশকে। এই প্রিমিয়ার লিগে ফেবারিট নাসরিন একাডেমি।
তাদের দলে সাবিনা, মাসুরা, সানজিদা, মান্ডা, সুমাইয়া ও শামসুননাহার খেলছেন। পুরো জাতীয় দলই বলা চলে। সেই তারা ১৯টা গোল দিয়েছেন প্রতিপক্ষকে।
শামসুননাহার, মারিয়া ও সাবিনা ৪টি করে গোল করেছেন। ২টি করে গোল মাসুরা, সানজিদা ও সুমাইয়ার। একটি গোল করেছেন মার্জিয়া।