গাউছিয়াসহ বড় অগ্নিকাণ্ডের ঝুঁকিতে আছে রাজধানীর ৯ মার্কেট

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৭, ২০২৩, ১২:১৮ এএম

গাউছিয়াসহ বড় অগ্নিকাণ্ডের ঝুঁকিতে আছে রাজধানীর ৯ মার্কেট

রাজধানীতে গাউছিয়া,রাজধানী সুপার মার্কেট, বঙ্গবাজারের বরিশাল প্লাজাসহ ৯ টি মার্কেট ও শপিংমল ‘অধিক ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে। এই ৯ টি মার্কেটে যে কোন সময় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে সতর্কমূলক চিঠিও দেয়া হয়েছে।

রবিবার রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ মার্কেট ও শপিং মলের অগ্নিঝুঁকি নিরসন এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইন্টেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

ঢাকার বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর ৫৮টি মার্কেট ও শপিংমলকে অগ্নি ঝুঁকির তালিকাভুক্ত করেছে ফায়ার সার্ভিস।  অগ্নিঝুঁকির তালিকায় ৯ টি মার্কেট ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১৪টি মার্কেটকে ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ এবং ৩৫টি মার্কেটকে ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেন, রাজধানীতে যে ৫৮টি ভবনকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার সবগুলোই বাণিজ্যিক। এর মধ্যে নয়টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ১৪টি ‘মাঝারি’, আর ৩৫টি ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

অধিক ঝুঁকিপূর্ণের তালিকায় গাউছিয়া মার্কেট ছাড়াও রয়েছে ফুলবাড়ীয়ার বরিশাল প্লাজা মার্কেট, টিকাটুলির রাজধানী নিউ রাজধানী সুপার মার্কেট, লালবাগের আলাউদ্দিন মার্কেট, চকবাজারের শাকিল আনোয়ার টাওয়ার, শহীদ উল্লাহ মার্কেট, সদরঘাটের শরীফ মার্কেট, মাশা কাটারা ২২ মার্কেট এবং সিদ্দিক বাজারের রোজ নীল তিস্তা মার্কেট।

Link copied!