গাজীপুর সিটি নির্বাচন: নিজের ও মায়ের মনোনয়নপত্র জমা দিলেন জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৭, ২০২৩, ১১:০৪ পিএম

গাজীপুর সিটি নির্বাচন: নিজের ও মায়ের মনোনয়নপত্র জমা দিলেন জাহাঙ্গীর আলম

আসছে ২৫ মে অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বরখাস্তকৃত মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া, নির্বাচনে মেয়র পদে মা জায়েদা খাতুনের নামে আরো একটি মনোনয়নপত্র জমা দেন।

বৃহস্পতিবার গাজীপুরের রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিকেল সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে তার কয়েকজন সমর্থক রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে বিকেল ৩টা ১১ মিনিটে মেয়র পদে মা জায়েদা খাতুনের নামে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম ।

এদিকে, বৃহস্পতিবার এরও আগে দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং বেলা ১১টার দিকে বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম ও দুপুর ১টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান মনোনয়নপত্র জমা দেন।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী এ নির্বাচনে প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারছেন। আসছে ৩০ এপ্রিল বাছাই হবে জমা দেওয়া মনোনয়নপত্র। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে।পর দিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Link copied!