চলে গিয়েও ফিরছে শীত, পূর্বাভাস জানালো আবহাওয়া অফিস

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৩, ০৬:১৩ পিএম

চলে গিয়েও ফিরছে শীত, পূর্বাভাস জানালো আবহাওয়া অফিস

কথায় আছে, মাঘের শীতে বাঘ পালায়। কিন্তু চলতি মাঘ মাসে কয়েকদিন ধরেই তাপমাত্রা বেড়ে গিয়ে শীত প্রায় পালিয়েই গেছে বলা চলে। দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও শীতের তীব্রতা কমে গিয়েছিল। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, শীত আবারও আসতে পারে শৈত্যপ্রবাহ নিয়ে।

শুক্রবার (২৭ জানুয়ারি) ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। এতে সারা দেশে আবারও শীতের অনুভূতি কিছুটা বাড়বে।

পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময় রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। ফলে শীতের অনুভূতি আবারও কিছুটা তীব্রতর হতে পারে।

অন্যদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Link copied!