তারেক-জোবাইদার বিরুদ্ধে দুর্নীতির মামলার অভিযোগ গঠন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৯, ২০২৩, ০৭:৪১ পিএম

তারেক-জোবাইদার বিরুদ্ধে দুর্নীতির মামলার অভিযোগ গঠন শুনানি আজ

দুর্নীতি দমন কমিশন—দুদকের করা একটি মামলায় তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আজ রবিবার দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই মামলাটি করা হয়। মামলার আসামি তারেক ও জোবাইদা রহমান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

এর আগে গত ২৯ মার্চ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। তবে পলাতক তারেক ও জোবাইদার পক্ষে আইনজীবী নিয়োগের জন্য আবেদন করা হয়।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করে শুনানির কোনো সুযোগ নেই। পরে আদালত আজ ৯ এপ্রিল ওই মামলার অভিযোগ গঠন শুনানি ও আইনজীবী নিয়োগের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন।

গত ১৯ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানার ওসি আসামি তারেক ও জোবাইদার কোনো মালামাল পাননি বলে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। এরপর ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত মামলার পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দেন। আসামিরা হাজির না হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন শুনানির জন্য ২৯ মার্চ দিন ধার্য করে।

গত বছর ১ নভেম্বর আদালত পলাতক তারেক ও জোবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত ৫ জানুয়ারি আদালত গ্রেপ্তার পরোয়ানার তামিল প্রতিবেদন গ্রহণ করে। এরপর তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেয় আদালত। একই সাথে ১৯ জানুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

মামলার বিবরণ: ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

 

Link copied!