দেড়টায় সচল হচ্ছে রেলসেবা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৩, ২০২২, ০৬:৪৫ পিএম

দেড়টায় সচল হচ্ছে রেলসেবা

রেল ধর্মঘট প্রত্যাহার করেছেন চালক ও কর্মীরা। বুধবার বেলা ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এরই প্রেক্ষিতে সময়সূচি অনুসারে দেড়টা থেকে সচল হচ্ছে রেলসেবা। কমলাপুর রেলস্টেশনে ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু দেড়টায় বনলতা হয়ে ছেড়ে যাবে। এছাড়া পারাবত এক্সপ্রেসও নির্ধারিত সময়ে ছেড়ে যাবে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রানিং স্টাফদের পুরনো নিয়‌মে ভাতা ও পেনশন সু‌বিধা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর চালক-কর্মীরা ধর্মঘট ছেড়ে কাজে ফেরার কথা জানান।

এর আগে অবসর-পরবর্তী সুবিধা ও ৭৫ শতাংশ রানিং অ্যালাউন্সের দাবি বুধবার ভোর থেকে আকস্মিক ধর্মঘট শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ সারাদেশের অন্যান্য স্টেশন থেকে ট্রেন চলা বন্ধ হয়ে যায়। হঠাৎ এমন ধর্মঘটে বিপাকে পড়েন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।

ট্রেন চালকদের দাবি ছিল, নির্দিষ্ট আট ঘণ্টার বেশি কাজ করলে যে অতিরিক্ত ভাতা (মাইলেজ) দেওয়া হয়, সেটা যেন সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা করে পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলের সংস্থাপন কোড অনুযায়ী, রানিং স্টাফরা দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বা ১০০ মাইলের বেশি ট্রেন চালালে একদিনের বেতনের সমপরিমাণ টাকা রানিং ভাতা হিসেবে পাবেন। ভাতার ৭৫ শতাংশ টাকা যোগ হত পেনশনে। কিন্তু সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করে। যা আজ প্রত্যাহারের ঘোষণা দিলেন রেলমন্ত্রী।

ধর্মঘট প্রত্যাহার করতে রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের বৈঠক হয়। বৈঠক শেষে ওই প্রজ্ঞাপন প্রত্যাহারের ব্যাপারে জানানো হয়।

Link copied!