নিষেধাজ্ঞার কবলে পড়েও উন্নতি হয়েছে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৬, ২০২২, ০৭:৪২ পিএম

নিষেধাজ্ঞার কবলে পড়েও উন্নতি হয়েছে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা

কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও ভালো অবস্থানে রয়েছে রাশিয়ার অর্থনীতি। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মরগান চেজ। সম্প্রতি জেপি মরগান চেজের প্রকাশিত একটি নোটে এসব তথ্য উঠে এসেছে।

বিজনেস ইনসাইডার বলছে, জেপি মরগান ব্যাংকের বিশ্লেষকেরা বিবৃতিতে বলেন, তাঁদের হাতে যে তথ্য আছে, তাতে রাশিয়ার অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরটির খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী ব্যাংকের বাণিজ্যিক জরিপ বলছে, রাশিয়ায় বড় ধরনের কোনো মন্দার আভাস পাওয়া যাচ্ছে না। এই জরিপ আরও বলছে, বিদ্যুৎ খরচ ও আর্থিক প্রবাহের উচ্চসূচকগুলো আভাস দিচ্ছে যে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা যতটা অনুমান করা গিয়েছিল, তার চেয়ে ভালো।

ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর থেকে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে থাকে রাশিয়ার ওপর। অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির সাথে বাণিজ্যিক কার্যক্রম কঠিন হয়ে ওঠে। একে একে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে থাকে বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেলে রাশিয়ার অর্থনীতি হোঁচট খাবে, এমনটাই আশা করেছিল পশ্চিমা দেশগুলো।  

সেই অনুযায়ী চলতি বছরের দ্বিতীয় চতুর্থাংশে রাশিয়ার জিডিপি ৩৫ শতাংশ এবং বছর শেষে ৭ শতাংশ হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল মার্কিন ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মরগান চেজ।  কিন্তু পশ্চিমাদের প্রত্যাশার চেয়ে ভালো করছে পুতিনের দেশের অর্থনীতি।

Link copied!