প্রয়াত নায়ক ফারুকের শূণ্য আসনে উপনির্বাচনের তফসিল কবে

নিজস্ব প্রতিবেদক

মে ৩১, ২০২৩, ১২:৩০ এএম

প্রয়াত নায়ক ফারুকের শূণ্য আসনে উপনির্বাচনের তফসিল কবে

নায়ক ফারুক প্রয়াত হওয়ার পর ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে বেশ তোড়জোড় চলছে। ওই আসনের উপনির্বাচনের তফসিল ১ জুন ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। কমিশনার বলেছেন, উপনির্বাচনের সময়সূচি নির্ধারিত হয়েছে। আমাদের সচিব সাহেব এলে আগামী পয়লা জুন হয়তো এটি ঘোষণা করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার আলমগীর এসব তথ্য জানান। ১৫ মে জাতীয় সংসদের সদস্য আকবর হোসেন পাঠান মৃত্যুবরণ করেন। তিনি রূপালি পর্দায় ফারুক নামেই সমধিক পরিচিত। তাঁর মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। 

সংসদীয় আসনে সীমানা পরিবর্তনের বিষয়ে ইসি আলমগীর বলেন, সীমানা নির্ধারণ নিয়ে পাওয়া আবেদনগুলো পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। অল্প কয়েকটির সীমানা পরিবর্তন করা হয়েছে। আমরা গেজেট করার জন্য সচিবালয়ে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। সচিবালয় থেকে বিজি প্রেসে পাঠানো হবে। আগামী সপ্তাহে হয়তো আপনারা জানতে পারবেন। আমাদের রোডম্যাপ অনুযায়ী আমরা জুন মাসে এটা প্রকাশ করতে পারব।

নির্বাচন কমিশনার আরও বলেন, জনসংখ্যা অনুপাতে সীমানা নির্ধারণ করা হয়নি। অধিকাংশ আবেদনকারী জনসংখ্যার অনুপাতে সীমানা পরিবর্তন চেয়েছেন। এ হিসেবে যদি আমরা সীমানা নির্ধারণ করতে চাই তাহলে ঢাকায় আরও দশটা আসন বাড়াতে হবে। তাই বৈজ্ঞানিক ও প্রশাসনিক মাপকাঠি দিয়ে আমরা এগুলো পর্যালোচনা করেছি যে কার দাবি বেশি যুক্তিসংগত সেটা দেখার চেষ্টা করেছি। এতে অল্প কয়েকটি আবেদন আমাদের যুক্তিসংগত মনে হয়েছে এবং সেগুলোই আমরা মেনে নিয়েছি।

প্রসঙ্গত, শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। দৈব-দুর্বিপাকে ওই সময় ভোট না হলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট গ্রহণের সিদ্ধান্ত দিতে পারেন। সংবিধান সিইসিকে এই ক্ষমতা দিয়েছে।

Link copied!