বিএনপি ও আওয়ামী লীগের তিন সংগঠনকে যেখানে সমাবেশ করতে বললো ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৩, ০২:৪৬ এএম

বিএনপি ও আওয়ামী লীগের তিন সংগঠনকে যেখানে সমাবেশ করতে বললো ডিএমপি

সংগৃহীত ফাইল ছবি

বৃহস্পতিবার অনুষ্ঠেয় বিএনপির মহাসমাবেশের এবং একই দিন আওয়ামী লীগের তিন সহযোগি সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে শান্তি সমাবেশের জন্য যে ভেন্যুর জন্য আবেদন করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তা গ্রহণ করেনি।

ওইসব ভেন্যুর পরিবর্তে বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে এবং আওয়ামী লীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে সামাবেশ করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

বুধবার (২৬ জুলাই) ডিএমপি উভয় পক্ষকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।

বিএনপির পক্ষ থেকে মহাসমাবেশের ভেন্যু হিসেবে রাজধানীর নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী  উদ্যানের জন্য ডিএমপিতে আবেদন করা হয়েছিল। তবে বিএনপির পছন্দের দুটি ভেন্যুতে অনুমতি দেয়নি ডিএমপি।  

বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেশন রয়েছে। আমরা বিএনপির প্রতিনিধি দলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।”

এসময় তিনি আরও বলেন, “বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিতে চান না তারা।এই দুই ভেন্যুতে অনুমতি দিলে জনভোগান্তি এড়ানো সম্ভব হবে না।” 

ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যুগুলো পুলিশের পক্ষ থেকে যাচাই-বাছাই করে বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি। তাদেরকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

অপরদিকে, পছন্দনীয়  ভেন্যু পায়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন  আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ।

আওয়ামী লীগের একাধিক সুত্র দ্যা রিপোর্ট ডট লাইভকে জানান, কোন দলকে কোথায় অনুমতি দেওয়া হবে তা চূড়ান্ত হতে আজ বুধবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা দ্যা রিপোর্ট ডট লাইভকে বলেন, “ এখনো সিধান্ত হয়নি, আনুষ্ঠানিক ভাবে যুবলীগের পক্ষথেকে জানানো হবে কোথায় হবে শান্তি সমাবেশ। আমাদের বৈঠক চলছে এক ঘন্টার মধ্যে আপনাদের জানানো হবে।

ঢাকা মহানগর দক্ষিন শাখা  ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি দ্যা রিপোর্ট ডট লাইভকে জানান, আমরা বাইতুল মোকারমের দক্ষিন গেইটে শান্তি সমাবেশ করতে চেয়েছিলাম সেটা হয়নি, তবে এখনো সিধান্ত হয়নি কোথায় সমাবেশ হবে তবে আমাদের দু তিনটা স্থান আছে পছন্দ করা এর মধ্য থেকেই একটিতে হবে আশাকরি।

তবে সবশেষ খবর অনুযায়ি,  ডিএমপি পক্ষ থেকে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেশিয়াম মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয়টি  নিশ্চিত করে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু দ্যা রিপোর্ট ডট লাইভে বলেন, “বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে শান্তি সমাবেশ করতে আমাদের মৌখিক অনুমতি দেয়া হয়েছিলো এবং আমরা প্রস্তুতিও নিয়েছি অধিকাংশ কাজ প্রায় শেষ। শান্তি সমাবেশের জন্য বিকল্প স্থান খোঁজ করতে বলা হয়েছে ডিএমপি থেকে নিরাপত্তাজনিত কারণে  অনুমতি দেয়া হয়নি। এজন্য আমরা বিকল্প হিসেবে জিমনেশিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছি। ডিএমপি কমিশনার এখানে সমাবেশ করার পরামর্শ দিয়েছে।

প্রসঙ্গত, রাজধানীতে বৃহস্পতিবার (২৭ জুলাই) আওয়ামী লীগের তিন সহযোগি সংগঠন,  বিএনপি ও সমমনা বেশ কয়েকটি  রাজনৈতিক দল সমাবেশের ডাক দিয়েছে। একই দিনে অনেকগুলো রাজনৈতিক দলের সমাবেশ থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোনো  অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের করা হয়েছে। সাদা পোশাকে বিপুলসংখ্যক গোয়েন্দা সদস্যের পাশাপাশি পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বেশ কয়েকটি টিম নিয়োজিত থাকবে বলে জানা গেছে।

Link copied!