বিএনপির সমাবেশকে ঘিরে আগের দিনই মুখর বরিশাল বঙ্গবন্ধু উদ্যান

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৫, ২০২২, ০৬:১৫ এএম

বিএনপির সমাবেশকে ঘিরে আগের দিনই মুখর বরিশাল বঙ্গবন্ধু উদ্যান

বরিশালে শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে আগের দিনই মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। নগরের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) সমাবেশের আমেজ শুরু হয় বৃহস্পতিবার থেকেই। একদিন আগেই বঙ্গবন্ধু উদ্যানে নেতাকর্মীদের উপস্থিতি সমাবেশে রূপ নেয়। হাজার হাজার নেতাকর্মীর শ্লোগানে মুখরিত ওই এলাকা। কানায় কানায় ভরে গেছে উদ্যান।

জনসমাগম হওয়ায় এলাকার বাণিজ্য-বিতানসহ নানা দোকানপাটে বিক্রিবাট্টা বেড়ে গেছে কয়েক গুণ। বরিশালের বাইরে থেকেও লোকজন আসায় এই বিক্রি বেড়েছে বলে জানাচ্ছেন দোকানিরা।  

সমাবেশের দুইদিন আগে থেকেই বরিশালের উদ্দেশ্যে চলে এসেছেন ভোলা, চরফ্যাশন, মনপুরা, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটাসহ বিভিন্ন জায়গার নেতাকর্মীরা।

এখানে আসা অনেকের অভিযোগ, সরকার শুধু পরিবহন ধর্মঘট দেয়নি, আওয়ামী লীগের লোকজন দিয়ে সমাবেশে আসা লোকজনের পথে বাধা, এমনকি হামলাও করেছে। এতে আহতে হয়েছেন ভোলা জেলার কয়েক শতাধিক সাধারণ মানুষ।

শুক্রবার সকাল থেকে কার্যত বিচ্ছিন্ন বরিশাল। বাস, লঞ্চ, স্পিডবোট, মাইক্রোবাস সবই বন্ধ। তবে সকাল থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ পায়ে হেঁটে, ছোট ছোট নৌকা, বাইসাইকেলসহ বিভিন্ন বাহনে পথ ভেঙ্গে সমাবেশস্থলে আসেন।

সমাবেশ স্থলের মাঠের উত্তর ও দক্ষিণ দিকের প্রবেশপথ দিয়ে একের পর মিছিল ঢুকেছে শুক্রবার সারাদিন। পিঠে অনেকের কাপরচোপরের ব্যাগ। রাতে থাকতে হবে মাঠে। সেরকম প্রস্তুতি নিয়ে এসেছে তাঁরা।

মিছিলে অংশগ্রহণকারীরা জানান, লঞ্চ বন্ধ থাকায় তাঁরা একত্রে আসতে পারেননি। বিভিন্ন উপায়ে ট্রলারে বরিশালে পৌঁছেছেন। নগরের মধ্যে একত্রিত হয়ে মিছিল করে সমাবেশ মাঠে পৌঁছান তাঁরা। এভাবে পিরোজপুর, বরগুনাসহ বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা একের পর মিছিল নিয়ে মাঠ প্রদক্ষিণ করছে।

দক্ষিণাঞ্চলের প্রকৃতিতে এখন মৃদু শীতের আমেজ। বিএনপির নেতাকর্মীদের সেই শীতালু আবহাওয়াও দমাতে পারেনি। এদের মধ্যে অনেকেই আছেন বয়োবৃদ্ধ। তাঁরাও বিএনপির সমাবেশে অংশ নিতে বৃহস্পতিবার দুপুর থেকে মাঠে অবস্থান করছেন। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন তাঁরা। এদের মধ্যে অনেকে প্রত্যক্ষভাবে দলীয় রাজনীতিতে সম্পৃক্ত নন।

শুধু বরিশাল অঞ্চল নয়, দলের টানে দেশের অন্যান্য জেলা থেকেও বিক্ষিপ্তভাবে কিছু নেতাকর্মী এসেছেন বরিশালে। তাদেরই দুইজন চট্টগ্রামের পতেঙ্গা থেকে আসা দুই বিএনপি নেতা জানালেন, পরিবহন বন্ধ হয়ে যাবে বলে বৃহস্পতিবার বরিশালে পৌঁছেছেন তাঁরা।

Link copied!