বিচ্ছিন্ন বরিশাল, সমাবেশ ঘিরে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২২, ০৪:২২ পিএম

বিচ্ছিন্ন বরিশাল, সমাবেশ ঘিরে আতঙ্ক

আগামীকাল শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে বরিশালে।সব ধরনের গণপরিবহনের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে নৌপরিবহনও। আবাসিক হোটেলে চালানো হয়েছে পুলিশি তল্লাশি। সমাবেশে আসতে বাধা, হামলা ও ফাঁকা গুলি করা হয়েছে পথে পথে। 'সরকারি' অবরোধে বরিশাল এখন কার্যত বিচ্ছিন্ন। কিন্তু এত সব বাধা অতিক্রম করে হোটেল-মোটেল, আত্মীয়স্বজনের বাড়ি ও সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন ছয় জেলা থেকে আসা হাজারো নেতাকর্মী।

আগের বিভাগীয় সমাবেশগুলোর অভিজ্ঞতায় এমন পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার সমাবেশ হলেও সেজন্য আগেই বৃহস্পতিবার দিবাগত রাতেই সমাবেশস্থলে পৌঁছেছেন বহু নেতাকর্মী। মাটিতে ত্রিপল আর বস্তা বিছিয়ে রাত কাটিয়েছেন তারা।

জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারাদেশে নেতাকর্মী হত্যা, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে শনিবার দুপুর ২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে বরিশাল-ভোলা রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখে দ্বীপজেলা ভোলার সঙ্গে বরিশালের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার থেকে অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌযান শ্রমিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নৌ নিরাপত্তা ও ট্রা‌ফিক ব্যবস্থাপনা বিভাগের প‌রিদর্শক ক‌বির হোসেন জানান, ভোলায় আওলাদ নামক এক‌টি লঞ্চে বুধবার হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না। তবে ব‌রিশালের লঞ্চ মা‌লিক স‌মি‌তি লঞ্চ বন্ধের কারণ জানাতে পারেনি।

বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুজ্জামান টিটু বলেন, হঠাৎ করে ধর্মঘট ডেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বরগুনা জেলা বাস মালিক সমিতি। এ কারণে সড়কপথে মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে ইতোমধ্যে জেলা বিএনপির অনেক নেতাকর্মী বরিশালে পৌঁছেছেন। যারা বাকি ছিলেন তারা বৃহস্পতিবার রাতে ট্রলারযোগে বরিশাল রওনা দিয়েছেন।

অনেকটা সাদামাটাভাবেই আর দশটা সমাবেশের মতো বিভিন্ন দাবিতে সরকারবিরোধী এ আন্দোলনের শুরুটা হয়েছিল চট্টগ্রাম দিয়ে। কিন্তু প্রশাসন ও আওয়ামী লীগের বাধার কারণে যত দিন গড়িয়েছে, ততই গুরুত্ব বেড়েছে এ আন্দোলনের। কেন্দ্রের কৌশলে ঝিমিয়ে পড়া বিএনপি নেতাকর্মী চাঙ্গা হয়ে উঠেছেন। বাধার পাহাড় ডিঙিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে একে একে ময়মনসিংহ, খুলনা ও রংপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

Link copied!