ভূমিকম্পের উৎপত্তি দোহারে

নিজস্ব প্রতিবেদক

মে ৫, ২০২৩, ০৫:৩৬ পিএম

ভূমিকম্পের উৎপত্তি দোহারে

বাংলাদেশের মানুষ যে ভূমিকম্পটি অনুভব করলো আজ ভোর ৫টা বেজে ৫৭ মিনিট ১৫ সেকেন্ডে সেই উৎপত্তিস্থল হিসেবে ঢাকার দোহার উপজেলা হিসাবে চিহ্নিত করা হয়েছে।  

তথ্য সংশোধন: The European-Mediterranean Seismological Centre (EMSC/CSEM) এর প্রাথমিক তথ্য অনুসারে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হিসেবে নরসিংদী জেলায় উল্লেখ করছিল ভূমিকম্পটি সংগঠিত হওয়ার ৫ মিনিটের মধ্যে। পরবর্তীতে আমেরিকার ভূ-তাত্ত্বিক অধিদপ্তরের সংশোধিত তথ্য অনুসারে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হিসেবে ঢাকার দোহার উপজেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রাথমিক তথ্যে ভিত্তিতে ভূমিকম্পটিকে ৫ দশমিক ২ মাত্রার বলা হলেও আমেরিকার ভূ-তাত্ত্বিক অধিদপ্তরের সংশোধিত তথ্য অনুসারে ভূমিকম্পটি মাত্রা ৪ দশমিক ৩। এই মানও হয়ত কিছুটা পরিবর্তীত হতে পারে অধিকতর তথ্যের ভিত্তিতে। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছে। ভূমিকম্পটি যে স্থানে সৃষ্টি হয়েছে তার জিয়ো লোকেশন হলও ২৩ দশমিক ৫৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ২৭ পূর্ব দ্রাঘিমাংশ (23.546°N 90.272°E) 

ঢাকার এত কাছে এই বড় মাত্রার ভূমিকম্প হওয়ার ইতিহাস খুবই কম। ঢাকার এত কাছে এত সক্রিয় ভূ-চ্যুতি রয়েছে সেটাও খুবই চিন্তার বিষয়। ঢাকায় বিল্ডিং এর ক্ষয়-ক্ষতির আশংকা করা যাচ্ছে।

ছবি বর্ণনা: প্রথম চিত্রে দেখা যাচ্ছে ভূমিকম্পের উৎপত্তিস্থল, দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে ও পূর্ব-ভারত ও মায়ানমারে অবস্থিত বিভিন্ন ভূ-চ্যুতির অবস্থান। আজকে যে ভূ-চ্যুতিতে ভূমিকম্প হয়েছে তা লাল রং এর লাইন দ্বারা চিহ্নিত করা হয়েছে। 

The violent shaking of a magnitude 4.3 #earthquake forced 20 million people of the capital city of Bangladesh, #Dhaka to woke up in the early morning on May 4, 2023, and terrified them. The epicenter was in the Dohar upazila of Dhaka district, less than 25 km SW of Dhaka.

Link copied!