রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

জুন ২, ২০২৩, ০৭:০৫ এএম

রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে আগুন

রাজধানী ঢাকার শ্যামলী এলাকায় রূপায়ন–শেলটেক নামের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ২০ তলা ওই ভবনের সপ্তম তলায় এই আগুন লাগে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এদিন রাতে জানান, আগুন নিয়ন্ত্রণে ১৮টি ইউনিট কাজ করছে।

ভবনটিতে মোহাম্মদপুর থানা নির্বাচন অফিসারের কার্যালয় ছাড়াও বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। আগুন লাগার পর ভবনটির সামনের মিরপুর রোডে গাবতলীগামী যান চলাচল বন্ধ রয়েছে। রাত তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। রাত ২ টা ৫ মিনিটে ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ২০ তলা ওই ভবনের ১৯ তলা থেকে রাতেই এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তারা। এ ঘটনায় ভবনে আটকা পড়া ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫ জন নারী ও ১৮ জন পুরুষ। তাদের পরিচয় জানানো হয়নি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলাতে আগুন লাগে।  ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট। সাত তলাতে আগুন লাগলেও বেশি ক্ষতি হয় ১৯ তলায়। সেই ফ্লোরেই নিপা ফার্মাসেটিক্যালস ও ডেটা সফটওয়্যার নামে দুটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এই ফ্লোরেই মরদেহটি পড়ে ছিল। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ফায়ার সার্ভিস কর্মীদের ধারনা, ধোয়ায় নিশ্বাস বন্ধ হয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন।

Link copied!