রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৪, ২০২২, ০৫:২২ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। বুধবার সন্ধ্যায় জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের সামনে বিষয়গুলো তুলে ধরেন।

সাক্ষাৎকালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাপান বাংলাদেশকে সমর্থন করে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাপান মিয়ানমারের সঙ্গে কথা বলতে পারে। রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি ‘ভারী বোঝা’ হয়ে দাঁড়িয়েছে। কারণ, তারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পাঁচ বছর অতিবাহিত হয়েছে এবং ক্যাম্পে নতুন শিশুর জন্মের ফলে তাদের সংখ্যা বাড়ছে।

মাদক ও অস্ত্র পাচারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে বড় কথা হলো, রোহিঙ্গাদের অনেকেই মাদক ও অস্ত্র পাচারের সাথে জড়িত। তারা (রোহিঙ্গা অভ্যন্তরীণ দল) একে অপরের সাথে মারামারি ও হত্যা করছে। মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে।

Link copied!