সবার জন্য উন্মুক্ত হচ্ছে ঢাবির মাস্টার্স, মানতে হবে কয়েকটি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৩, ২০২৩, ০৪:০২ পিএম

সবার জন্য উন্মুক্ত হচ্ছে ঢাবির মাস্টার্স, মানতে হবে কয়েকটি নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ পাবেন দেশের যেকোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীরা। তবে সম্প্রতি সিন্ডিকেট সভায় ভর্তিচ্ছুদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, স্নাতকে কমপক্ষে সিজিপিএ ৩.২৫ থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসিতে থাকতে হবে নূন্যতম জিপিএ। এছাড়া ১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ঢাবি উপাচার্য অধ্যাপক মো: আখতারুজ্জামান বলেন, ‘আমরা অন্যান্য পাবলিক এবং ইউজিসি-অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য আজীবন শেখার সুযোগ তৈরি করতে এই সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোও ইউজিসি দ্বারা অনুমোদিত। তাই যে শিক্ষার্থীরা স্নাতক প্রোগ্রাম সম্পন্ন করেছেন তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন। এতে শিক্ষার্থীরা তাঁদের পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পাবেন।’

ঢাবির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সিতেশ চন্দ্র বাছার বলেন, মাস্টার্সের ভর্তি ফি বহিরাগত এবং প্রাক্তন ঢাবি শিক্ষার্থীদের উভয়ের জন্যই একই থাকবে।

ঢাবি বহিরাগত শিক্ষার্থীদের জন্য এতোদিন শুধু সান্ধ্যকালীন কোর্সে ভর্তির সুযোগ ছিল। এখন থেকে এসব শিক্ষার্থীরা নিয়মিত কোর্সে ভর্তির সুযোগ পাবেন।

ঢাবির ৮৩টি বিভাগ ও ১৩টি ইনস্টিটিউটে মাস্টার্সের জন্য আসন রয়েছে ৬ হাজার ২৭০টি। তবে বিরাট সংখ্যক আসন খালি থাকে, কারণ অনেকে বিদেশে যাওয়া ও চাকরিতে যোগ দেওয়ার কারণে মাস্টার্স করতে পারেন না।

Link copied!