সমতার বিশ্ব গড়তে পালিত হচ্ছে কন্যা শিশু দিবস

ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর ৩০, ২০২১, ১০:৪৩ পিএম

সমতার বিশ্ব গড়তে পালিত হচ্ছে কন্যা শিশু দিবস

বিশ্ব কন্যাশিশু দিবস আজ। এবারের কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য হল, ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’। লিঙ্গ বৈষম্য দূর করাই এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য।

তবে এই ‘কন্যা সন্তান দিবসে’র সাথে অনেকেই ‘কন্যা শিশু দিবস’কে গুলিয়ে ফেলছেন। প্রতিবছর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। শিশু সপ্তাহের দ্বিতীয় দিন ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯০ সালকে কন্যাশিশু দশক হিসেবে নির্ধারণ করা হয়। ২০০০ সালে সেই দশক শেষ হলে সে বছর থেকেই প্রতিবছর বেসরকারিভাবে দিবস আকারে কন্যা শিশু দিবস পালন শুরু হয়। চান। ২০০৩ সালে মন্ত্রণালয় সার্কুলার দিয়ে এই দিনটিকে সরকারিভাবে পালনের কথা ঘোষণা করে।

একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করা লিন্ডা দাস নিজের ফেসবুক ওয়ালে তার দুই কন্যার আপলোড দিয়ে লিখেছেন, তার দুই কন্যা তার জীবন পূর্ন করেছেন। তার যদি কখনো সুযোগ আসে প্রত্যেক জীবনেই তার মেয়েদের চাইবেন।

মানসুরা হোসাইন কাজ করেন প্রথম সারির একটি দৈনিক পত্রিকায়। তিনি লিখেছেন, তিনি ও তার স্বামী মেয়েদের এতটাই ভালবাসেন, তারা যদি কখনো আকাশের চাঁদ ও চায় অসম্ভব জেনেও মই নিয়ে আকাশ থেকে চাঁদ নামানোর চেষ্টা করবেন।

এছাড়াও আজ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে কন্যা শিশুদের নিয়ে নানা  ধরনের আবেগীয় পোস্ট দেখা যাচ্ছে। আজকের এই দিনকে অনেকে কন্যা দের দিনও বলে থাকেন।

মানসুরা-লিন্ডাদের মত এমন হাজারো মা ও বাবা আছে যারা তাদের কন্যা শিশুকে রোজ আগলে রাখেন। যারা গর্ব বোধ করেন কন্যা সন্তানের জন্ম দেয়ায়।

Link copied!