আজও সাংবাদিক হাবীবকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন পরিবার-শুভাকাঙ্খীরা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২০, ২০২৩, ০১:০৭ এএম

আজও সাংবাদিক হাবীবকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন পরিবার-শুভাকাঙ্খীরা

দৈনিক সময়ের আলোর সিনিয়র সাংবাদিক, সাংবাদিক নেতা এবং মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভের পরিচালক হাবীব রহমান নেই— এক বছর হয়ে গেল। সাংবাদিকদের সংগঠন অন্ত্রপ্রাণ এই নেতার শূণ্যতা এখনো অনুভব করেন তাঁর বন্ধু, শুভাকাঙ্খী, সহকর্মী ও সতীর্থরা। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে সাংবাদিক হাবীবের জন্য তাঁরা প্রার্থনা জানাচ্ছেন। তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ঢাকাসহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লাতেও। রাজধানীতে দ্য রিপোর্ট ডট লাইভ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

২০২২ সালের ১৯ জানুয়ারির এই দিনে রাজধানীর হাতিরঝিলে, ‘মোটরসাইকেল দুর্ঘটনা’য় মৃত্যুবরণ করেন তিনি। এ দিন রাত আড়াইটার পর রাজধানীর হাতিরঝিল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক হাবীব রহমানের মর্মান্তিক মৃত্যুর এক বছর পার হলেও এখনও মূল রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত বছরের ১৯ জানুয়ারি রাজধানীর হাতিরঝিল থানায় স্বজনদের দায়ের করা মামলার তদন্তে এ পর্যন্ত তিনজন কর্মকর্তা বদল হলেও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

এ বিষয়ে বর্তমান তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘অপমৃত্যুর মামলাটির তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তাঁর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলে ফাইনাল রিপোর্ট দ্রততম সময়ে আদালতে জমা দেবো।’

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, সাংবাদিক হাবীব রহমানের মৃত্যুতে ‘ইউডি মামলা’ হয়েছিল। ওই মামলার তদন্ত রিপোর্ট এখনও আমাদের হাতে আসেনি। খুব শিগগিরই রিপোর্ট আসবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর হাবীব রহমান সময়ের আলোতে যোগদানের আগে বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেন। দৈনিক সময়ের আলোর হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেন। সাড়াজাগানো সেসব প্রতিবেদনের জন্য তিনি সময়ের আলোর ‘মাসসেরা রিপোর্টার’ সম্মাননাও পান।

সাংবাদিক হাবীব রহমান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন। হাবীব রহমানের স্থায়ী ঠিকানা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তাঁর বাবা মোহাম্মদ পিয়ার মিয়া। তিনি বিবাহিত এবং এক পূত্র সন্তানের জনক ছিলেন।

Link copied!