৮৬ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২, ২০২৩, ০৬:১০ এএম

৮৬ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজধানীর বনানী থানা এলাকা থেকে ৮৬ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ শামীম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

শামীমকে গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে ৮৬ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

অভিযানে নের্তৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস। তিনি গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) রাত সাড়ে নয়টার দিকে বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।

বার্নাড এরিক বিশ্বাস আরোও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকে করে গাঁজা নিয়ে পূর্বাচলের ৩০০ ফুট রাস্তা হয়ে মহাখালীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)-এর সামনে অবস্থান নেয়। রাত সাড়ে নয়টায় ট্রাকটি সেখানে পৌঁছালে ডিবি পুলিশ সেটিকে থামায়। এরপর ট্রাক তল্লাশি করে ৮৬ কেজি গাঁজাসহ শামীমকে গ্রেফতার করা হয়।

শামীম ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Link copied!