‘বিএনপির আন্দোলন তারেক রহমান ও খালেদা জিয়ার মধ্যেই সীমাবদ্ধ না থাকুক’

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২২, ০৮:৩৬ পিএম

‘বিএনপির আন্দোলন তারেক রহমান ও খালেদা জিয়ার মধ্যেই সীমাবদ্ধ না থাকুক’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপি যদি বলে থাকে ঈদের পরে আন্দোলনে যাবে, তাহলে তো ভালো। আমরা চাই বিএনপি সরকারের যে ভুল-ত্রুটি আছে সেগুলো তুলে ধরুক। বিএনপির আন্দোলন শুধু তারেক রহমানে শাস্তি ও খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ না থাকুক। সেটাই আমাদের কামনা। জনগণের বিষয় নিয়ে কথা বলুক। সরকারের ভুল-ত্রুটি থাকলে সেগুলো তুলে ধরুক।”

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২১-২২ অর্থবছরের আর্থিক সহায়তার চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেছেন, “২ কোটি মানুষের ঢাকা শহরে ২০০ মানুষের বিক্ষোভ—এতেই বোঝা যায় বিএনপি কতটুকু আন্দোলন করতে পারবে।”

তিনি আরও বলেন, “নিউমার্কেটের ঘটনায় যারাই জড়িত, যে মতের, যে দলের হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২ দোকান কর্মচারীর মধ্যে বচসা, ২ দোকানের মালিক কিন্তু বিএনপি নেতা। সুতরাং এই বচসা ঘটনোর পেছনে কোনো দূরভিসন্ধী আছে কি না সেটা তো অবশ্যই খতিয়ে দেখতে হবে।”

গত ২৪ এপ্রিল চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নিরীক্ষা শাখা থেকে প্রকাশিত ঢাকা মহানগর থেকে বাংলা ভাষায় প্রকাশিত মিডিয়া তালিকাভুক্ত দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হারের তালিকা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ইংরেজি পত্রিকার প্রচার সংখ্যা হালনাগাদ করা হয়েছে, সেটি বাস্তবতার কাছাকাছি নিয়ে আসা হয়েছে। বাংলা পত্রিকাগুলোর ক্ষেত্রেও সহসা আমরা করে দেবো।

Link copied!