‘শিমুলিয়া-বাংলাবাজার ভারী ফেরি চালানো বন্ধ’

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১০, ২০২১, ১০:১৩ পিএম

‘শিমুলিয়া-বাংলাবাজার ভারী ফেরি চালানো বন্ধ’

স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পদ্মায় শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে ভারী যানবাহন নিয়ে ফেরি চলবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেনন. ‘সেতুর নিচ দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে পারবে। আজকে থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’ বারবার পদ্মা সেতুর পিলারের সঙ্গে  ফেরির দুর্ঘটনায় মন্ত্রণালয় বিব্রত বলেও জানান তিনি।

উল্লেখ্য সোমবার (৯ আগস্ট) মাদারীপুর বাংলাবাজার ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে মাস্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ফেরিটি  লৌহজংয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের পাইল ক্যাপে ধাক্কা দেয়। এতে ঢালাই ভেঙে দুটি রড বেরিয়ে আসে আর ফেরিও ফেটে যায়। এ সময় ফেরিতে থাকা একটি মালবাহী ট্রাক  দুটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে।

এর আগে, গত জুলাই মাসে দুইবার এই ধরণের দুর্ঘটনা ঘটে। গত ২৩ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলকারী রো রো ফেরি শাহ জালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ফেরিটির ২০ যাত্রী আহত হন বলে স্খানীয় সূত্রে জানা গেছে।

এর আগে, গত ২০ জুলাই পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে  একই রুটের রো রো ফেরি শাহ মখদুমের। ওই ঘটনায় সেতুর পিলারের কোনো ক্ষতি না হলেও ফেরির তলা ফুটো হয়ে যায়।  

Link copied!