জনসংখ্যা বাড়াতে কলেজ ছুটি!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২৩, ০৮:৫০ পিএম

জনসংখ্যা বাড়াতে কলেজ ছুটি!

বিশ্বে চীনের জনসংখ্যা সবচাইতে বেশি। কিন্তু হলে কি হবে, দেশটিতে জনসংখ্যা ভয়ানকভাবে কমে যাচ্ছে। এটাই ভাবনায় ফেলেছে দেশটির সরকারকে। এ অবস্থায় জনসংখ্যা বাড়ানোর জন্য শি জিনপিং প্রশাসন নিয়েছে ব্যতিক্রম এক উদ্যোগ। জন্মহার বাড়ানোর জন্য সরকারের রাজনৈতিক উপদেষ্টারা বিভিন্ন সুপারিশ করছেন। সবচেয়ে ব্যতিক্রমী এক সুপারিশে মনে ধরেছে সরকারের। সেই সুপারিশটি হল, এপ্রিল মাসে চীনের নয়টি কলেজ শিক্ষার্থীদের এক সপ্তাহ ছুটি দিচ্ছে কর্তৃপক্ষ যাতে তারা ‘প্রেমে পড়ার জন্য’অন্তত ফুরসৎ পায়।

ছুটি ঘোষণা করা কলেজগুলোর মধ্যে একটি হচ্ছে মিয়ানয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজ। কলেজটিতে গত ২১ মার্চ বসন্ত বিরতির ঘোষণা করা হয়। সেই ছুটিতে ভালোবাসার ওপর বিশেষ জোর দেওয়া হয়। ওই ছুটি আরও বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। শিক্ষার্থীদের ‘প্রকৃতিকে ভালবাসতে, জীবনকে ভালবাসতে এবং বসন্তের বিরতি উপভোগ করার মাধ্যমে ভালবাসা উপভোগ করতে’উৎসাহিত করা হয়েছে। এতে করে যদি জনসংখ্যা বাড়ানো যায়। ভাবনা সরকারের।

মিয়ানয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজের ডেপুটি ডিন লিয়াং গুওহুই এক বিবৃতিতে বলেছেন, শিক্ষার্থীদের জন্য বাসার কাজের মধ্যে রয়েছে ডায়েরি লেখা, ব্যক্তিগত বিকাশের রেকর্ড রাখা এবং ভ্রমণের ভিডিও তৈরি করা। এই প্রচেষ্টা জন্মহার বাড়ানোর উপায় হিসেবেই দেখা হচ্ছে। সরকার জন্মহার বাড়ানোর জন্য ২০টিরও বেশি পরিকল্পনা নিয়েছে।

১৯৮০ থেকে ২০১৫ সালের মধ্যে আরোপিত এক-সন্তান নীতির মাধ্যমে চীন নিজেদের জনসংখ্যা কমানোর চেষ্টা করে আসছে। তবে ২০২১ সালে সন্তান নীতির সংখ্যা বাড়িয়ে তিন করেছে শি জিনপিং প্রশাসন। তারপরও সমস্যা দেখা দিচ্ছে। আধুনিক দম্পতিরা বাচ্চা নিতে এখনো অনিচ্ছুক। অল্পবয়সীরা সন্তান জন্মের বিষয়কে উচ্চ শিশু যত্ন ও শিক্ষা ব্যয়, স্বল্প আয়, দুর্বল সামাজিক নিরাপত্তা এবং লিঙ্গ বৈষম্যকে কারণ হিসেবে মনে করে থাকেন।

চলতি মাসে চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) বার্ষিক সভায় চীন সরকার জন্মের হার বাড়ানোর প্রস্তাবে বেশকিছু পদক্ষেপের কথা জানিয়েছিল।

 

গত বছর ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো জনসংখ্যা কমে যাওয়ার তথ্য দেখানোর পর বিশেষজ্ঞরা বলছেন, চীন তার জনসংখ্যা বাড়ানোর জন্য এসব প্রস্তাবকে ইতিবাচক লক্ষণ হিসেবে নিয়েছে। বার্ধক্য এবং ক্ষয়িষ্ণু জনসংখ্যাকে জরুরীভাবে বিবেচনা করছে।

Link copied!