‘ডিসপ্লে ডল’ সেজে শপিং মলে চুরি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২৩, ০১:০২ এএম

‘ডিসপ্লে ডল’ সেজে শপিং মলে চুরি

ছবি: সংগৃহীত

সড়কের মোড় থেকে শুরু করে শপিং মল, সবখানেই বিভিন্ন দোকানের সামনে নানা ধরনের ‘ম্যানিকিন’ বা পুতুলের দেখা মেলে। আকর্ষণীয় সব পোশাক আর অনুষঙ্গে এগুলো এমনভাবে সাজানো হয়, যেন রক্ত-মাংসের মানুষ। 

আর এ পুতুল গুলোকে যদি ,দেখতেন সেই দোকানে ঢুকে চুরি করছে? তাহলে কেমন হবে? জি হ্যাঁ;সম্প্রতি পোল্যান্ডের ওয়ারশে ঘটে গেল এমন এক আশ্চর্যজনক ঘটনা।

নিরাপত্তা ক্যামেরা ফাঁকি দিয়ে পুতুল সেজে শপিং মলে দফায় দফায় চুরি করেছে এক তরুণ।

বার্তা সংস্থা রয়টার্স  এর মাধ্যমে জানা যায়, ২২ বছর বয়সী ওই যুবক শপিং মলের নিরাপত্তা ক্যামেরা ফাঁকি দিতে পুতুল সেজে দোকানের সামনে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকত। 

একদমই নড়াচড়া করত না। শপিং মল বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন দোকানে ঢুকে চুরি করত। এভাবে কয়েক দফায় স্বর্ণ, পোশাক, এমনকি খাবারও চুরি করেছিল।

তবে শেষ রক্ষা হয়নি। একদিন বিষয়টি চোখে পড়লে ওই যুবককে ধরে পুলিশে দেন এক নিরাপত্তা কর্মী। তার ছবিও প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা গেছে, তিনি দোকানে ম্যানিকিনের পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন।

পুলিশের ভাষ্য, অভিযুক্ত তরুণ এর আগে অন্যান্য শপিং মলেও চুরি করেছেন। দোষী সাব্যস্ত হলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যে দোকানে এমন কাণ্ড ঘটিয়েছেন তরুণটি, সেটির নাম প্রকাশ করা হয়নি।

Link copied!