সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি চাকরির আবেদনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে- যেখানে লেখা রয়েছে, “চাকরি না হলে প্রেমিকাকে বিয়ে করতে পারবো না।”
ভারতীয় প্রতিষ্ঠান আর্ভা হেলথের নির্বাহী কর্মকর্তা দিপালি বাজাজ চাকরির অদ্ভুত আবেদন সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তিনি জানান, প্রকৌশলী পদে চাকরির জন্য নামপ্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থীর আবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে লেখা ছিল, স্বপ্নের মেয়েটিকে বিয়ে করতে তার চাকরির প্রয়োজন। কারণ তার প্রেমিকার বাবা জানিয়ে দিয়েছেন, চাকরি না পেলে তিনি তার মেয়েকে বিয়ে দেবেন না।
কেন আপনি এই চাকরির জন্য নিজেকে যোগ্য মনে করেন?- এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই ব্যক্তি লেখেন, “আমি যদি এই চাকরি না পাই তবে আমি আমার প্রেমিকাকে কখনোই বিয়ে করতে পারবো না। কারণ তার বাবা বলেছেন, চাকরি পেলেই তুমি তাকে বিয়ে করতে পারবে।”
গত ১৩ জুন শেয়ার করা পোস্টটির দর্শক সংখ্যা এরই মধ্যে দুই লাখ ছাড়ায়। চাকরির এমন অদ্ভুত আবেদনের পোস্টটি দেখে এক্স হ্যান্ডেলে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এই সততার জন্য তাকে চাকরি দেওয়া উচিত।”
আরেকজন লেখেন, “এই বন্ধু সততার পরিচয় দিয়েছেন। মানব সম্পদ ব্যবস্থাপকের উচিত হবে তাকে পরবর্তী ধাপের জন্য বিবেচনা করা।”