আইন ও অপরাধের মারপ্যাঁচ দিয়ে যাদের সময় কেটে যায় তাদের জীবনে আইনের জায়গা তো একটু আলাদাই। তবে আইন নিয়ে আদালতের বদলে আইন নিয়ে ভিন্ন এক প্ল্যাটফর্মে দেখা গেল আইনজীবীদের। আইনের শব্দ, ভাষা ও থিম নিয়ে তৈরি পোশাক পরে ফ্যাশন শো করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার ভবন মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
বাংলা গানের তালে তালে শাড়ি-পাঞ্জাবিতে মনোমুগ্ধকরভাবে আইনজীবীরা নিজেদের তুলে ধরেন। ১৫ নারী আইনজীবী ও ৩ পুরুষ আইনজীবী ফ্যাশন শো-তে অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বিশেষ অতিথি ছিলেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। আইনজীবীদের ব্যতিক্রমী এ ফ্যাশন শো দেখে অভিভূত হন বিচারপতিরা।
তারা বলেন, ফ্যাশন শো দেখে মনে হলো যেন পেশাদার মডেলরা পারফর্ম করলেন। আইনজীবীরা শুধু আইন চর্চা করেন তা নয়। সাংস্কৃতিক-মননশীল কর্মকাণ্ডে আইনপেশার মানুষ পিছিয়ে নেই, আজকের ফ্যাশন শো তারই প্রমাণ।
ফ্যাশন শো ও ল’ থিমে পোশাক তৈরি ও প্রদর্শনীর আয়োজন করার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী এবং নারী উদ্যোক্তা মাসুমা মিথিলার প্রশংসা করেন অতিথিরা।
ফ্যাশন শো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মডেল-অভিনেত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম, শাহ মনজুরুল হক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ আইনজীবীরা।