নাক দিয়ে কম্পিউটার টাইপ করে বিশ্ব রেকর্ড

পাপিয়া মামুন

জুন ১০, ২০২৪, ০২:১২ পিএম

নাক দিয়ে কম্পিউটার টাইপ করে বিশ্ব রেকর্ড

হাতের টাইপিংয়ের গতি যার যত বেশি তার কাজ তত দ্রুত হবে। হাত দিয়ে টাইপিং তো আমরা সবাই করি। এবার হাত দিয়ে নয়, বরং নাক দিয়ে টাইপ করে বিশ্ব রেকর্ড গড়লেন এক ভারতীয়। তাও শুধু একবার নয়, নাক দিয়ে টাইপ করে এই নিয়ে তৃতীয়বার বিশ্ব রেকর্ড গড়লেন বিনোদকুমার চৌধুরী নামের ৪৪ বছর বয়সের এক ভারতীয়।

বিনোদকুমার চৌধুরী মাত্র ২৬ সেকেন্ডে নাক দিয়ে বর্ণমালা টাইপিংয়ের রেকর্ড করেছেন। নাম তুলে নিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। বিনোদ নাক দিয়ে কী-বোর্ডে ইংরেজি ২৬টি বর্ণমালা টাইপ করতে সময় নিয়েছেন মাত্র ২৫ দশমিক ৬৬ সেকেন্ড।

একই বিভাগে মোট তিনবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিনোদকুমার। প্রতিবার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। ২০২৩ সালে নাক দিয়ে টাইপ করতে গিয়ে ২৭.৮০ সেকেন্ড সময় নিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন বিনোদ। ওই বছরই তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ২৬.৭৩ সেকেন্ডে নেমে আসেন। এবার ২০২৪ সালে তিনি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। এবার মাত্র ২৫.৬৬ সেকেন্ডে টাইপ করে নাম উঠিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, বিনোদ কুমারকে ইংরাজি বর্ণমালার ২৬টি বর্ণ একটি স্ট্যান্ডার্ড কোয়ার্টি কিবোর্ডে প্রতিটি বর্ণের মাঝে একটি করে স্পেস দিয়ে টাইপ করতে বলা হয়েছিল। হাত পিছনে রেখে নাক দিয়ে সবচেয়ে কম সময়ে টাইপ করার রেকর্ড রয়েছে বিনোদ চৌধুরীর দখলে।

বিনোদের রেকর্ড ভাঙার একটি ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে। ভিডিওতে বিনোদকে নাক দিয়ে ইংরেজি বর্ণমালা টাইপ করতে দেখা যায়। পোস্টের সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দেওয়া হয়েছে। লেখা হয়েছে, “কত দ্রুত আপনি আপনার নাক দিয়ে স্পেসসহ বর্ণমালা টাইপ করতে পারবেন?”

বিনোদকুমার চৌধুরী জানান, তিনি ভারতের টাইপিং ম্যান হিসেবে পরিচিত। তার পেশা টাইপ করা, তাই রেকর্ড গড়ার কথা ভেবেছিলেন যাতে তার আবেগ ও জীবিকা উভয়ই ধরে রাখতে পারে।

Link copied!