গোলাপি হাই হিলে পার্লামেন্টে পুরুষ আইনপ্রণেতারা!

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৩, ১০:৩৫ পিএম

গোলাপি হাই হিলে পার্লামেন্টে পুরুষ আইনপ্রণেতারা!

গোলাপি হাই হিল পরে পার্লামেন্টে এসেছেন দেশটির পুরুষ আইনপ্রণেতারা। হঠাৎই এই দৃশ্য দেখা গেল কানাডার পার্লামেন্টে। কারণ জানা গেলো নারীর প্রতি সহিংসতা বন্ধে এ ব্যতিক্রমী উদ্যোগ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আইনপ্রণেতাদের হাই হিল পরে হাঁটার ভিডিওটি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান নেটিজেনরা।

ভিডিওটিতে দেখা যায়, প্রচলিত পার্লামেন্টের অধিবেশন চলছিল না। কোনো গুরু-গম্ভীর আলাপ বা তর্ক-বিতর্কও চলছিল না। দেশটির পুরুষ আইনপ্রণেতারা হাঁটছিলেন, হেলে দুলে নাচছিলেন। তাঁদের সবার পায়ে ছিল গোলাপি রঙের হাই হিল। 

নেটিজেনদের মধ্যে কেউ করেছেন প্রশংসা। কেউ বা আবার করেছেন সমালোচনা।

এ বিষয়ে কানাডার পরিবহনমন্ত্রী এক টুইট বার্তায় জানান, সমাজে এখনো নারীর প্রতি সহিংসতা চলছে। ‘হোপ ইন হাই হিলস’ এ বিষয়ে সচেতনতা বাড়ানোর একটি উদ্যোগ। এতে পুরুষদের মধ্যে সহিংসতাবিরোধী সচেতনতা বাড়বে। এ জন্যই পার্লামেন্টে গোলাপি হাই হিল পরা হয়েছিল।

এ ঘটনা প্রসঙ্গে মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত নারীর বিরুদ্ধে সহিংসতা বিরোধী আন্দোলন ‘হোপ ইন হাই হিলস’-এ একাত্মতা পোষণের অংশ হিসেবে ওই আইনপ্রণেতারা গোলাপি হাই হিল পরেছিলেন। 

কানাডার অন্টারিওর হালটন উইমেনস প্লেস নামে একটি নারী আশ্রয়ণ কেন্দ্র এই আন্দোলনের উদ্যোক্তা। চার বছর ধরে এমন কার্যক্রম পরিচালনা করছেন সংস্থাটির সদস্যরা। সমাজের বিভিন্ন বিষয়ে মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য তহবিল সংগ্রহ করা সংস্থাটির মূল উদ্দেশ্য।

Link copied!