চিত্র নায়ক জায়েদ খান ও হিরো আলম ‘মৃত’!

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৩:৫২ এএম

চিত্র নায়ক জায়েদ খান ও হিরো আলম ‘মৃত’!

ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের আলোচিত অভিনেতা জায়েদ খান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকা হিরো আলমকে মৃত দেখাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।সাধারণত কেউ মারা গেলে ফেসবুক তার অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে থাকে। কিন্তু জায়েদ খান ও হিরো আলম এখনও জীবিত।

বৃহস্পতিবার হঠাৎ করেই জায়েদ খান ও হিরো আলমের অফিসিয়াল ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ দেখাচ্ছে।  

জায়েদ খানের প্রোফাইলে ফেসবুক লিখেছে, “আমরা আশা করি যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।”

জায়েদ খান এ বিষয়ে গণমাধ্যমে বলেন, “একটি চক্র আমার পেছনে লেগেছে। নির্বাচনকে কেন্দ্র করে চক্রটি তৎপর হয়ে উঠেছে। তারাই ফেসবুকে রিপোর্ট করে একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে “

জায়েদ খানের অফিসিয়াল আইডিতে আড়াই লাখের বেশি ফলোয়ার রয়েছে। তার নিয়মিত আপডেট এই প্রোফাইলের মাধ্যমেই অনুরাগীদের জানাতেন তিনি। এর আগেও জায়েদ খানের আইডিতে একাধিকবার সাইবার অ্যাটাক হয়েছে।

এদিকে, হিরো আলমের ২০ লাখ অনুসারীর ফেসবুক পেজটিকেও মৃত ঘোষণা করেছে ফেসবুক। এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমে বলেন, “আমি জানি না এমন কেন ঘটেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি এ অবস্থা। কে যে কখন আমাকে শত্রু ভেবে বসলো বুঝতে পারছি না।”

Link copied!