পর্যটকদের নৌকার উপর ভেঙে পড়ল পাহাড়! মৃত ৫

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৯, ২০২২, ১০:০৫ পিএম

পর্যটকদের নৌকার উপর ভেঙে পড়ল পাহাড়! মৃত ৫

নৌকায় চড়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে পাহাড়ের একাংশ ভেঙে পড়ে হ্রদের পানিতে ডুবে পাঁচ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২০ জন। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ফুরনাস হ্রদে। শিউরে ওঠা সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

ফুরনাস হ্রদ পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাহাড় গা বেয়ে নেমে আসা ঝরনা, গুহা ইত্যাদির জন্যই এই জায়গায় বহু পর্যটক ভিড় করেন। শনিবার(৮ জানুয়ারি) ফুরনাস হ্রদে নৌকায় চেপে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন বহু পর্যটক। পাহাড়ের গা ঘেঁষে হ্রদের জলে পর্যটকদের বেশি কয়েকটি নৌকা দাঁড়িয়েছিল।

হঠাৎই ছোট ছোট পাথরের টুকরো উপর থেকে গড়িয়ে হ্রদে পড়তে দেখেন পর্যটকরা। বিষয়টি তারা খুব স্বাভাবিকই ভেবেছিলেন। কিন্তু তাঁদের জন্য যে কী বড় বিপদ অপেক্ষা করছিল সেটা আঁচ করতে পারেননি। কয়েক সেকেন্ডের মধ্যেই আরও একটু বড় পাথর পাহাড়ের গা থেকে খসে পড়া শুরু হল। পাহাড় থেকে বেশি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পর্যটক এবং নৌকা চালকরা বিপদের আঁচ পেয়েই পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পর্যটকদের নৌকাগুলিকে সরে আসতে বলেন। এর পরই চোখের পলকে হুড়মুড়িয়ে পর্যটকদের সেই নৌকাগুলির উপর ভেঙে পড়ে পাহাড়ের একাংশ। তার নীচেই চাপা পড়ে পানিতে তলিয়ে পাঁচ পর্যটক মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অনেকে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৩২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ন’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানায় স্থানীয় প্রশাসন।

সূত্র: আনন্দবাজার

 

Link copied!